Sajdah Bangla Gojol Lyrics Sajdah Bangla Gojol Lyrics - Islami Lecture সিজদা দিলে কোরআন খুলে তা পেয়েছি সিজদা বাংলা গজলটি কন্ঠে এবং লিখেছেন আবু উবায়দা নতুন ইসলামি গজল। Word, Tune & Performed by Abu UbaydaSound Design: Mh TamimManagement: Mahmudul HasanDirector: Abu Hurayra সিজদা দিলে জায়নামাজেবেহেশতি ঘ্রান পাই খুজে পাই (২)মরন যেন সিজদাতে হয়কবুল করো এই চাওয়াটাই (২)খুব খুশি হও সিজদা দিলেকোরআন খুলে তা পেয়েছিসিজদা দিলে তোমায় মিলেসিজদার রঙ গায়ে মেখেছিপাহাড় সম দুঃখ এলেওআমি শুধু তোমাতে ধাই (ঐ)সিজদা কবুল হয় যদি গোভয় নাই কোনো পরপাড়েনির্ভার হয়ে থাকবো বসেভয়াবহ কাল হাশরেতাইতো সিজদায় পড়ে থাকিএমনও সুখ কোথাও না পাই (ঐ)পিপাসাতে কাতর হলেকাওসারে দিল শিতল করোপুলসিরাত পুল পাড়াপাড়েচাই গো তোমার অনুগ্রহঘোর বিপাকে প্রতিক্ষণেসাহস পাঠিও সহসাই (ঐ)প্রভু সইতে পারবোনা হায়ভয়াল আজাব কবর ঘরেরসিজদা রত জওয়াব দেবোমুনকার নাকিরের সওয়ালেরসিজদায় নির্দয় ফেরেশতাদেরশাস্তির সাহস নাই নাহি নাই (ঐ)আমার গুনাহর পাল্লা ভারিতাইতো আমি সিজদাতে রইপ্রতি বারের ভূলের পরেসিজদা নিয়ে হাজিরা হইগোলাম তোমার বড়ই পাপীতোমার দয়ার সাগরে হারাই (ঐ)সুবহে সাদিক হওয়ার আগেতোমায় সিজদার তাউফিক দিওদিও তোমার রহম ঢেলেনিও প্রিয় করে নিওদিন শেষে সে তুমিই আপনবার বার তোমার করুনা চাই (ঐ)এমন সিজদা চাইগো দিতেতুলবে ডেকে প্রভু তুমিডাকবে তোমার কুদরতী ঠোঁটওরে পাগল এবার ওঠএই পাগলের মনের আশাসিজদায় শুধু তোমারে চাই (ঐ) Related Articles Beiman By Abu Ubayda Bangla gozol Lyrics Fazar By Gazi Anas Rawshan Bangla Gozol Lyrics Joto Din Gaibo Bangla Gozol Lyrics