সাহাবীদের মধ্যে কেউ কেউ মসজিদে ঘুমাতেন। মদীনায় যাদের ঘরবাড়ি ছিলো না, সেসব আহলুস সুফফার অধিবাসীগণ তো মসজিদে ঘুমাতেনই, এছাড়া আরো অনেক সাহাবী মসজিদে ঘুমাতেন।
আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বিয়ের পূর্বে মসজিদে ঘুমাতেন। ঘুমানোর জন্য তাঁর বাড়িতে জায়গা ছিলো। কিন্তু, তিনি বাড়িতে না ঘুমিয়ে মসজিদে ঘুমাতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন।
আমাদের দেশে স্বামী-স্ত্রীর ঝগড়া হলে স্ত্রী বাপের বাড়ি চলে যায়। রাসূল-সাহাবীদের যুগে এমন ছিলো না। তখন স্বামী-স্ত্রীর ঝগড়া হলে স্বামী ঘরের বাইরে চলে যেতেন, স্ত্রী ঘরে থাকতেন। স্ত্রীদের সাথে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মনোমালিন্য হলে তিনি স্ত্রীদেরকে ঘরে রেখে ঘরের বাইরে চিলেকোঠায় প্রায় এক মাস থাকেন।
অন্যদিকে, কোনো কোনো সাহাবী স্ত্রীদের ওপর রাগ করে মসজিদে থাকা শুরু করেন। তারা মসজিদে গিয়ে ঘুমাতেন। যেমন: আলী রাদিয়াল্লাহু আনহু ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সাথে রাগ করে মসজিদে গিয়ে ঘুমান।
সাহাবীদের মধ্যে সবচেয়ে ধনী ছিলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। তিনিও মাঝেমধ্যে মসজিদে ঘুমাতেন। মুসজিদে শুয়ে হাতকে বালিশ বানিয়ে হাতের ওপর শুয়ে পড়তেন তিনি।