একজন সাবলম্বী লোকের পক্ষ থেকে কি অন্য একজন কুরবানি দিতে পারবে?
হ্যাঁ, কেউ ইচ্ছা করলে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে অন্য কোন জীবিত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দিতে পারবে। যার পক্ষ থেকে কুরবানি দেওয়া হবে সে চাই স্বাবলম্বী হোক অথবা হতদরিদ্র হোক। তবে শর্ত হল, তার সম্মতিক্রমে হতে হবে। তাহলে যার পক্ষ থেকে কুরবানি করা হবে, সে কুরবানির সওয়াব পাবে আর যে তার পক্ষ থেকে কুরবানি দিবে সে দানের সওয়াব পাবে ইনশাআল্লাহ।
কিন্তু যদি সে ব্যক্তি অনুমতি না দেয় অথবা আদৌ তার কাছে অনুমতি চাওয়া না হয় তাহলে তার পক্ষ থেকে কুরবানি শুদ্ধ হবে না। ইমাম নওবি রহ. বলেন,
ولا تضحية عن الغير بغير إذنه، ولا عن ميت إن لم يوص بها. انتهى
“আর অন্যের পক্ষ থেকে কুরবানি করা যাবে না তার অনুমতি ব্যতিরেকে আর মৃত ব্যক্তির পক্ষ থেকেও কুরবানি করা যাবে না তার (মৃত্যুর পূর্বে কৃত) ওসিয়ত ব্যতিরেকে।” [আল মিনহাজ]
আল্লাহু আলাম।