রোজা রেখে গার্গল করবেন না কারণ গার্গল করলে গলার ভিতরে পানি যাওয়ার আশঙ্কা থাকে; বরং হালকাভাবে মুখে নরমাল ভাবে কুলি করুন। একইভাবে নাকের গভীরে পানি ঢোকার চেষ্টা করবেন না; বরং নাকে হালকা করে পানি ঢালুন এবং পরিষ্কার করুন, যাতে পানি পুরোপুরি ভিতরে ঢুকতে না পারে। (তাহতাবী ১০২)
লাকিত ইবনে সবিরা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
بالَغ في الاستِنشاقِ إلَّا أن تَكونَ صائمًا
(অযু-গোসলের) সময় ভালোভাবে নাকে পানি দাও, তবে রোজাদার হলে নয়। (জামে তিরমিযী ৭৬৬)
আল্লাহই ভালো জানেন