রোজা রেখে ভুলে খেলে করণীয় কি
আমি আজ রোজা রাখছি। কিন্তু বাড়ি ফেরার পথে, রাস্তায় বন্ধুর সাথে আড্ডা বা মজা করার সময় আমি ৫ পিচ লেক্সাস বিস্কুট খেয়েছিলাম। একটা বিস্কুট রেখেই মনে পড়ল আমি রোজা রেখেছি, তারপর বাকি বিস্কুট খাইনি। এখন আমি জানতে চাই এ অবস্থায় আমার রোজা রাখার কোনো ক্ষতি হয়েছে কি না?
আমি কি এখন রোজা রাখব না খাওয়া-দাওয়া করব?
প্রশ্নে বর্ণিত হিসাবে, আপনি এই রোজা ভঙ্গ হয়নি। যেহেতু আপনি রোজা রাখার কথা আপনার মনে ছিল না, আপনি সেই অবস্থায় খেয়েছেন। মনে পড়তেই খাবার ছেড়ে দিয়েছেন।
অতএব এই রোযা নিয়ে আপনার চিন্তার প্রয়োজন নেই।
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، وَحَبِيبٌ، وَهِشَامٌ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَكَلْتُ وَشَرِبْتُ نَاسِيًا وَأَنَا صَائِمٌ . فَقَالَ “ أَطْعَمَكَ اللَّهُ وَسَقَاكَ ” .
আবূ হুরাইরাহ রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত:
তিনি বলেন, একদা নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম এর কাছে একটি লোক এসে বললো, হে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)! আমি সওম অবস্থায় ভুলবশত পানাহার করেছি। তিনি বলেনঃ আল্লাহই তোমাকে পানাহার করিয়েছেন।
[সুনানে আবু দাউদ, হাদিস নং ২৩৯৮]
والله اعلم بالصواب