Q/A
রোজা রেখে দাঁত ব্রাশ করা যাবে কি
রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা। যা অনেকেই রোজা রেখে ভোর বেলা বা সকালে ঘুম থেকে উঠে করে থাকেন। এবার জেনে নেওয়া যাক, টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে কি রোজা ভেঙ্গে যায়?
ইসলামি গবেষকরা বলেছেন, টুথপেস্ট দিয়ে দাঁত মাজলে রোজা ভাঙে না।
ডাক্তার পেস্ট ছাড়া শুধুমাত্র ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করতে নিষেধ করেন। আর রোজা অবস্থায় পেস্ট, মাজন, ছাই, কয়লা ইত্যাদি দিয়ে দাঁত পরিষ্কার করা মাকরূহ।
তাই রোজা রেখে দাঁত ব্রাশ করবেন না। বরং মিসওয়াক দিয়ে দাঁত মাজুন। আপনার মুখ পরিষ্কার রাখুন।
والله اعلم بالصواب