Q/A

রোজা অবস্থায় নাকের ড্রপ ব্যবহার করা যাবে কি

রোজার সময় নাকে ড্রপ বা স্প্রে ব্যবহার করা উচিত নয়। কারণ নাক থেকে গলা ও পেটে যাওয়ার সরাসরি পথ রয়েছে। এ জন্য মুখ দিয়ে খাবার গ্রহণ করা সম্ভব না হলে নাকে একটি রাইস টিউব ব্যবহার করা হয় এবং এর মাধ্যমে রোগীকে খাওয়ানো হয়। তাই নাকের ড্রপ বা তরল ওষুধ ব্যবহার করলে সরাসরি গলা বা পেটে পৌঁছানোর সম্ভাবনা থাকে। আর রোজা অবস্থায় গলায় বা পেটে কিছু পৌঁছালে রোজা ভেঙ্গে যায়। চার মাযহাবের ইমামগণ এ বিষয়ে একমত। তাই রোজার সময় নাকে ড্রপ বা তেল ব্যবহার করা উচিত নয়।

লাক্বীত ইবনু সাবারাহ (রাযি.) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তুমি উত্তমরূপে নাকে পানি দিয়ে তা পরিস্কার করো- যদি তুমি সওম পালনের অবস্থায় না থাকো।
সুনান আবূ দাউদঃ২৩৬৬

তবে ওষুধ বা এর স্বাদ গলায় অনুভূত না হলে রোজা ভঙ্গ হবে না।

খুলাসাতুল ফাতাওয়া ১/২৫৩; ফাতাওয়া হিন্দিয়া ১/২০৩; রদ্দুল মুহতার ২/৩৯৫; আলবাহরুর রায়েক ২/২৭৮; তাবয়ীনুল হাকায়েক ২/১৮১; ফিকহুন নাওয়াযিল ২/২৯৭, ৩০১; জাদীদ ফিকহী মাসায়েল ১/১২৭

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Islami Lecture