রোজা অবস্থায় মুখে থুথু আসলে তা খেয়ে ফেললে রোজা আদায় হবে কি

আমার অতিরিক্ত থুথু উঠে। যা আমার জন্য মারাত্মক বিরক্তিকর। এতো পরিমান থুথু উঠে বলে বুঝাতে পারব না। এখন আমি জানতে চাই থুথু কি সব ফেলে দিতে হবে নাকি গিলে ফেলা যাবে যেহেতু আমি রোজা রাখছি।

রমজানে রোজা থাকা অবস্থায় যদি প্রায় আমাদের সকলের মুখেই থুথু আসে, আর এটা ভিতর থেকে আসে, অতএব এটা খেয়ে ফেললে রোজ কোন ক্ষতি হবেনা।
(ফাতাওয়ায়ে রিয়াজুল উলুম : ৩/৩০৩; আপকে মাসায়েল আওর উনকা হল : ৩/৪০৩)

নিজ মুখের থুথু জমা না করে গিলে ফেললে রোজার কোনো ক্ষতি হয় না।
(আদদুররুল মুখতার ৩/৩৬৭)।

ইমাম বুখারী রহ. বলেন,

وَقَالَ عَطَاءٌ وَقَتَادَةُ يَبْتَلِعُ رِيقَهُ
আতা রহ. ও কাতাদা রহ. বলেন, রোজাদার তার মুখের থুথু গিলে ফেলতে পারে। (বুখারী পরিচ্ছদঃ ১২১০)
আল্লাহ তায়ালা আমাদেরকে রমজানের ৩০ রোজা সহিহ ভাবে পালন করার তাওফীক দান করুন।

লিখেছেন

আমির হামজা সিদ্দিক​

রাসুল সা: বলেছেন ,ভালো কথাও একটি সদকাহ (আল হাদিস)

লেখকের অন্যান্য সকল পোষ্ট পেতে ঘুরে আসুন

আমির হামজা সিদ্দিক

রাসুল সা: বলেছেন ,ভালো কথাও একটি সদকাহ (আল হাদিস)

Exit mobile version