Q/A
অসুস্থতার কারণে রোযা না রাখতে পারলে কাফফারা কি হবে
কোনো ব্যক্তি যদি রমজানে অসুস্থতার কারণে রোযা না রাখতে পারে। তাহলে তার কফফারাটা কি দেয়া লাগবে।
এরকম অক্ষম ব্যক্তির ক্ষেত্রে বিধান হল, সে তার রোযার ফিদিয়া আদায় করবে। যা হল, প্রতিটি রোজার জন্য ফি একজন মিসকিনকে দুই বেলা খাবার খাইয়ে দিবে, বা এর সমমূল্য দান করে দিবে। যা পৌনে দুই সের গম বা এর সমমূল্য পরিমাণ হয়ে থাকে।
যদি এভাবে ফিদিয়া দেয়ার মত সক্ষমতা না থাকে, অর্থাৎ নিজেই যাকাত খাবার যোগ্য দরিদ্র হয়। তাহলে তার জন্য ক্ষমা প্রার্থনাই যথেষ্ট হবে।
وفيه ايضا: الْمَرِيضُ إذَا تَحَقَّقَ الْيَأْسُ مِنْ الصِّحَّةِ فَعَلَيْهِ الْفِدْيَةُ لِكُلِّ يَوْمٍ مِنْ الْمَرَضِ (رد المحتار، كتاب الصوم، فصل فى العوارض-2/163