Video

Rasul Amar Valobasha Bangla Gojol Lyrics

এই সুন্দর ইসলামিক গজলটি গেয়েছেন আল্লামা তারিক মুনাওয়ার এবং ইকবাল এইচজে। রাসুল আমার ভালোবাসার কথা লিখেছেন মতিউর রহমান মল্লিক।

Nasheed: Rasul Amar Valobasha – রাসূল আমার ভালোবাসা
Artist: Allama Tariq Munawar & Iqbal HJ
Lyrics & Tune: Motiur Rahman Mollik
Music Director: Parvez juwel
Original Song Credit: Motiur Rahman Mollik
GFX: Saad Al Amin
Assistant Director: Anis Ahmed, Saad Al Amin
Director: H Al Haadi
Lyric Translation: Abdul Fattah Saki & Abu Abdullah
Management Team: Shopnil Sozib, Aminul Islam Nasir
Co Artist: Didarul Islam, Abm Noman Azad, Shahabuddin Shihab & Parvez Juwel

হৃদয়ের এই প্রান্ত হতে
সালাম জানাই হে রাসূল

[ রাসূল আমার ভালোবাসা
রাসূল আমার আলো আশা
রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা
রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। ] (X2)

রাসূল আমার ভালোবাসা

যখন দারুণ দুঃখ নামে
আমার জীবন জুড়ে
বিপদ আপদ মসিবতে
মরি পুড়ে পুড়ে
তখন তোমার শৈশব কৈশোর
জুড়ায় যন্ত্রনা।

রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা
রাসূল আমার ভালোবাসা

তিনি নন তো শুধু আরবের
নন কোনো চিহ্নত সীমানার
নন শুধু বিস্তৃত আজমের
তিনি নন তো শুধু আরবের।

কত রকম রাজার নীতি
প্রজার নীতি দেখলাম
দুঃখ হায়রে দুঃখ ছাড়া
আর কিছু না পেলাম
তাইতো শুধু
তাইতো শুধু মনে পড়ে
সোঁনার মাদিনা।

রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা
রাসূল আমার ভালোবাসা
রাসূল আমার আলো আশা
রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা
রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা।
রাসূল আমার ভালোবাসা

ও গো ও কামলিওয়ালা
ইয়া নবি সাল্লি আ’লা
তোমারে মনে পড়েছে
তোমারে মনে পড়েছে।

কিযে কি মন্ত্রনাতে
অসহ যন্ত্রণাতে
মন আমার তোমায় সরেছে
তোমারে মনে পড়েছে

আশাহত জীবন যখন
দুর্বিষহ লাগে।
ব‍্যর্থ এবং পরাজিত
স্মৃতি গুলো জাগে
তখন তোমার বদর ওহুদ
জোগায় সান্ত্বনা।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Islami Lecture