Writing

Rafiqul Islam Life History

রফিকুল ইসলাম মাদানী বায়োগ্রাফি, জীবন বৃত্তান্ত, পরিবার ও বিস্তারিত।

জন্ম

রফিকুল ইসলাম মাদানীর জন্ম ২ এপ্রিল ১৯৯৪ সালে নেত্রকোনার পূর্বধলা গ্রামে একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা শাহাব উদ্দিন ছিলেন একজন সাধারণ শ্রমিক, মাদানী আট বছর বয়সে বাবাকে হারান। তার ভাইবোনের সংখ্যা ৮জন। ৫ ভাই ও ৩ বোনের মধ্যে রফিকুল ইসলাম মাদানী সবার ছোট।

শিক্ষাজীবন

তার প্রথম জীবনে রফিকুল ইসলাম মাদানী তার ঘরে পড়াশোনা শুরু করেছিলেন। তার পরবর্তীতে তিনি পুরাকান্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভর্তি হন এবং সেখান থেকেই পঞ্চম শ্রেণি পাসের পর জারিয়া হাফিজিয়া মাদ্রাসাটি জারিয়া ইউনিয়ন ও নেত্রকোণা জেলায় হাফজ সম্পন্ন করেছিলেন। এরপর তিনি ঢাকার যাত্রাবাড়ী এলাকায় একটি মাদ্রাসায় আসেন। সেখানে কয়েক বছর পড়াশোনা শেষে তিনি চলে চলে যান গাজীপুরের কোনাবাড়িতে একটি মাদ্রাসায়। সেখানে কিছুদিন পড়াশোনা করার পর ঢাকার বারিধারা এলাকায় অবস্থিত জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকা মাদ্রাসা থেকে তিনি দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমানের) পাশ করেন।

মাদানী টাইটেল কেন?

তার প্রকৃত নাম রফিকুল ইসলাম হলেও নামের শেষে টাইটেল বা পদবী হিসেবে ‘মাদানী‘ ব্যবহার করা হয়।
ঢাকার বারিধারা এলাকায় অবস্থিত জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকা মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমানের) ডিগ্রি লাভের পর তিনি নামের শেষে ‘মাদানী’ টাইটেল যুক্ত করেন।

২০২১ সনের ফেব্রুয়ারি মাসে ‘মাদানী’ উপাধি ব্যবহার না করার রফিকুল ইসলামকে একটি লিগ্যাল নোটিশ দেয়া হয়েছিল। এ নোটিশটি পাঠিয়েছিলেন হেফাজতে ইসলামের মদিনা শাখার আমির ও সংগঠনটির কেন্দ্রীয় সদস্য। তার নামও রফিকুল ইসলাম। লিগ্যাল নোটিশে বলা হয়, সৌদি আরবে মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা না করেও ‘মাদানী’ উপাধি ব্যবহার করছেন রফিকুল ইসলাম।

বারিধারা মাদ্রাসায় রফিকুল ইসলাম মাদানীর সহপাঠী রফিকুল ইসলাম বলেন, “তিনি মাদানী হিসেবে প্রসিদ্ধ হয়ে গেছেন।” লিগ্যাল নোটিশ পাঠানোর পরে একটি অনুষ্ঠানে রফিকুল ইসলাম বলেন, মদিনা থেকে পড়াশুনা করলেই যে শুধু ‘মাদানী’ উপাধি ব্যবহার করা যাবে বিষয়টি সে রকম নয়।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Islami Lecture