কুরবানীর মাংস তিনভাগে বন্টন না করলে নাকি কুরবানী হয় না

কুরবানীর মাংস তিনভাগে ভাগ করা কি জরুরি, তিনভাগে ভাগ না করলে কি গুনাহ হবে?
কুরবানীর গোশত তিন ভাগে ভাগ করা জরুরি নয়, আমরা অনেকেই কোরবানির গোশত তিন ভাগে ভাগ করা আবশ্যক মনে করি অথচ এটি আবশ্যক নয় আল্লাহ সুবহানাহু তায়ালা কুরআনুল কারীমে বলেছেন

فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْقَانِعَ وَالْمُعْتَرَّ ۚ كَذَٰلِكَ سَخَّرْنَاهَا لَكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ
তখন তার গোশত থেকে নিজেরাও খাও এবং ধৈর্যশীল অভাবগ্রস্তকেও খাওয়াও এবং তাকেও, যে নিজ অভাব প্রকাশ করে। এভাবেই আমি এসব পশুকে তোমাদের বশীভূত করে দিয়েছি, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর।1

গরীব মানুষকে দিব, আত্মীয় স্বজনকে দিব এইভাবে তিন ভাগে ভাগ করা এটা মুস্তাহাব। এই রকম করে ভাগ না করলে যে কুরবানী হবে না এমনটা নয়। সমান করে ভাগ করতেই হবে এমনটাও নয়।

  1. সূরা হজ্ব : ৩৬ ↩︎
Exit mobile version