কুরবানীর ভাগের সাথে আকিকা দেওয়া কি সুন্নত সম্মত

কুরবানীর গরুতে ভাগে আকীকা দেয়া সুন্নত সম্মত নয়
গরু বা উট ভাগে কুরবানী করার ক্ষেত্রে একভাগ দ্বারা আকীকা দেয়া সুন্নত সম্মত নয়। গরুর ভাগে আকীকা দেয়া তো দূরের কথা, পুরো একটা গরু দ্বারা আকীকা করাই তো সুন্নত সমর্থিত নয় (অধিক নির্ভরযোগ্য অভিমত অনুযায়ী)। কেননা আকীকা দেয়ার সঠিক নিয়ম হল, ছেলে সন্তানের জন্য দুটি আর মেয়ে সন্তানের জন্য ১টি ছাগল/দুম্বা/ভেড়া জবেহ করা।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ

عن الغلام شاتان مكافئتان وعن الجارية شاة
ছেলে সন্তানের পক্ষ থেকে দু‘টি সমবয়সের ছাগল এবং মেয়ে সন্তানের পক্ষ থেকে একটি ছাগল দিয়ে আকীকা দিতে হবে।” (মুসনাদে আহমাদ, সুনানে তিরমিজী, সহীহ আবু দাউদ ইত্যাদি )

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাসান ও হুসাইন রা. এর পক্ষ থেকে দুটি করে দুম্বা/ছাগল জবেহ করেছিলেন। সাহাবীগণও এভাবে আকীকা দিয়েছেন।

তারাও গরু ও উটে সাতভাগে কুরবানী দিতেন কিন্তু এমন কোন প্রমাণ পাওয়া যায় না যে, কেউ কখনও একভাগে আকীকা দিয়েছেন।

সুতরাং আমরা যদি সুন্নতী পদ্ধতিতে আকীকা দিতে চাই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাহাবীদের অনুসরণ করতে হবে। এর ব্যতিক্রম করা কখনও সমিচীন নয়।
আল্লাহু আলাম।

Exit mobile version