Q/A
কুরবানির পশুর গোশত কয় ভাগ করতে হবে
অধিকাংশ ইসলামিক স্কলার / আলেমদের মতে, কুরবানির পশুর গোশতকে এ তিন ভাগে ভাগ করা মুস্তাহাব এবং উত্তম বলেছেন। তবে হ্যাঁ, যদি কেউ তিন ভাগ করার ক্ষেত্রে কমবেশি করে বা হয়ে যায় এতে কোনো সমস্যা নেই। কুরবানি হবে না বা কুরবানী নষ্ট হয়ে গেছে, এমনটি ভাবার কিংবা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই।
কুরবানীর গোশতের এক তৃতীয়াংশ গরীব-মিসকীনকে এবং এক তৃতীয়াংশ আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীকে দেওয়া উত্তম। অবশ্য পুরো গোশত যদি নিজে রেখে দেয় তাতেও কোনো অসুবিধা নেই।
বাদায়েউস সানায়ে ৪/২২৪, আলমগীরী ৫/৩০০