কুরআনে বর্ণিত নবীদের জীবন কাহিনী

ইসলামে নবীরা ছিলেন অসাধারণ ব্যক্তিত্ব যারা ইসলামের বাণীকে অনুপ্রাণিত ও সম্প্রসারিত করতে অনুকরণীয় পথিকৃত হিসাবে কাজ করেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা কর্তৃক বিভিন্ন সম্প্রদায়ের কাছে প্রেরিত হয়েছেন। কুরআনে ২৫ জন নবীর নাম উল্লেখ করা হয়েছে, তবে বিশ্বাস করা হয় যে আরও অনেক নবী ছিলেন।

وَلَقَدۡ بَعَثۡنَا فِى كُلِّ أُمَّةٍ رَّسُولًا أَنِ ٱعۡبُدُواْ ٱللَّهَ وَٱجۡتَنِبُواْ ٱلطَّٰغُو
আর আমি অবশ্যই প্রত্যেক জাতিতে একজন রাসূল প্রেরণ করেছি যে, তোমরা আল্লাহর ইবাদাত কর এবং পরিহার কর তাগূতকে।
[সূরা আন-নাহাল:৩৬]

আমরা কি জানতে চাই এইসব নবীদের জীবনী এবং কিভাবে তাঁরা ইসলামকে আজকের ধর্মে পরিণত করতে সাহায্য করেছিলেন?
সিরিজ-০১ঃ নবীদের জীবন কাহিনী-আইয়ুব

লিখেছেন

ফাহমিনা হাসানাত

কিছুটা লেখালেখি করি, ইসলামিক লাইনে কিছুটা পড়াশোনা করি। তাজউইদ, গ্রামার এবং কুরআন মেমোরাইজেশন এর ক্লাস করছি আলহামদুলিল্লাহ।
নিজে শিখছি, অন্যকেও শিখাচ্ছি। লেখালেখিটাও ঠিক এরকম। নিজে জানার জন্য মনের আনন্দে লিখি, শেয়ার করি।

লেখকের অন্যান্য সকল পোষ্ট পেতে ঘুরে আসুন

কিছুটা লেখালেখি করি, ইসলামিক লাইনে কিছুটা পড়াশোনা করি। তাজউইদ, গ্রামার এবং কুরআন মেমোরাইজেশন এর ক্লাস করছি আলহামদুলিল্লাহ।
নিজে শিখছি, অন্যকেও শিখাচ্ছি। লেখালেখিটাও ঠিক এরকম। নিজে জানার জন্য মনের আনন্দে লিখি, শেয়ার করি।

Exit mobile version