কুরআন বুকে নিয়ে কি দোয়া করা যায়?
রআন বুকে নিয়ে দোয়া করার ভিত্তি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম বা তাবেয়ীগণ কেউ কখনো এমন কিছু করেছেন বলে তার কোন প্রমাণ পাওয়া যায় না। তাছাড়া বুকে কুরআন নিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে এমন কোন কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। সুতরাং এমনটি করা যাবে না।
বরং দোয়া কবুলের যেসব শর্তাবলী ও আদব আছে, এবং দোয়া কবুলের অধিক আশাব্যঞ্জক যে সব সময় ও অবস্থা রয়েছে সেগুলো লক্ষ্য রেখে দোয়া করলে তা কবুলের সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ।