Q/A

পুরুষের সর্বোচ্চ কতটুকু ওজনের রুপার আংটি পড়তে অনুমতি আছে

পুরুষের জন্য সর্বোচ্চ কতটুকু পরিমাণ ওজনের রুপার আংটি পরিধানের অনুমতি আছে?
এই ক্ষেত্রে কোন নির্দিষ্ট পরিমাণ আছে কি?
রুপার আংটির ওপর কোনো প্রকার পাথর বসানো যাবে কি?

পুরুষদের জন্য রূপার আংটি পরিদান করা জায়েজ। এবং এটি এক মিস্কালের কম হওয়া উচিত। বুরায়দা রা. বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

اتَّخِذْهُ مِنْ وَرِقٍ، وَلَا تُتِمَّهُ مِثْقَالًا
এক ‘মিস্কাল’ ওযনের কম রুপা দিয়ে আংটি তৈরি করে তা ব্যবহার করো।
(সুনানে আবু দাউদ, হাদীস ৪২২৩)

এক মিস্কাল হল ৪.৩৭৪ গ্রাম। সুতরাং পুরুষের রুপার আংটি ব্যবহার করতে চাইলে ৪.৩৭৪ গ্রামের কম ওজনের রুপার আংটি ব্যবহার করতে হবে।

আর হ্যাঁ, রুপার আংটির ওপর যে কোন পাথর বসানো জায়েয আছে। এতে অসুবিধা নেই।

–বুস্তানুল আরিফীন, সমরকান্দী, পৃ. ৮১; আলমুহীতুল বুরহানী ৮/৫০; আদ্দুররুল মুখতার ৬/৩৬০; রদ্দুল মুহতার ৬/৩৬১; ইলাউস সুনান ১৭/৩২৫ 

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Islami Lecture