পুরুষ ভিক্ষুক বাড়ি আসলে মহিলাদের করণীয় কি

পুরুষ ভিক্ষুক আসলে মহিলাদের পর্দা লঙ্গন হবে বলে তারা ভিক্ষুককে যদি ফিরিয়ে দেয় তাহলে কি গুনাহ হবে?
যেহেতু ‘আল্লাহ বলছেন ভিক্ষুককে ফিরিয়ে দিও না।’
বি: দ্র: পুরুষদের তো বেশির ভাগ সময়ই বাইরে থাকতে হয়। বাচ্চারা অনেক সময় থাকেনা।

যদি পর্দার আড়াল থেকে ভিক্ষুক কে ভিক্ষা দেওয়া সম্ভব হয় তাহলে ভিক্ষা দিবে অন্যথায় ফিরিয়ে দিলে কোন গোনাহ হবেনা।
আল্লাহ তায়ালা বলেন

وَ اِذَا سَاَلْتُمُوْهُنَّ مَتَاعًا فَسْـَٔلُوْهُنَّ مِنْ وَّرَآءِ حِجَابٍ
তোমরা তাঁদের (নবী পত্নীদের) নিকট কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাও। এই বিধান তোমাদের ও তাদের হৃদয়ের জন্য অধিকতর পবিত্রতার কারণ। তোমাদের কারো জন্য আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়া সংগত নয় এবং তাঁর মৃত্যুর পর তাঁর পত্নীদেরকে বিবাহ করা তোমাদের জন্য কখনো বৈধ নয়। আল্লাহর দৃষ্টিতে এটা ঘোরতর অপরাধ। (সূরা আহযাব : ৫৩)

লিখেছেন

আমির হামজা সিদ্দিক​

রাসুল সা: বলেছেন ,ভালো কথাও একটি সদকাহ (আল হাদিস)

লেখকের অন্যান্য সকল পোষ্ট পেতে ঘুরে আসুন

আমির হামজা সিদ্দিক

রাসুল সা: বলেছেন ,ভালো কথাও একটি সদকাহ (আল হাদিস)

Exit mobile version