Q/A
পুরোনো অকেজো পণ্যেও কি আমার যাকাত দিতে হবে
আমি একজন ব্যবসায়ী. আমার দোকানে কিছু পণ্য আছে, যেগুলো দীর্ঘদিন ধরে দোকানে পড়ে থাকার কারণে এখন আর বিক্রয়যোগ্য নয়। এখন সর্বোচ্চ ভাঙ্গারী হিসাবে বিক্রি করা যাবে এ ছাড়া তা দিয়ে কিছু করা যাবে না।
আমি জানতে চাই, এসব পণ্যেও কি আমার যাকাত দিতে হবে?
যেহেতু দোকানে পুরোনো মালামাল একেবারে মূল্যহীন হয়ে পড়েনি; বরং ভাঙ্গারী হিসেবে বিক্রি করলেও কিছু মূল্য পাওয়া যাবে, তাই এই মূল্য হিসেবে যাকাত আদায় করতে হবে।
উল্লেখ্য, যে আপনার যদি অন্য কোনো সম্পদ যাকাতযোগ্য না থাকে এবং পুরোনো মালামালের মূল্য নেসাব পরিমাণ না হয়, তাহলে এর কারণে আপনার উপর যাকাত ফরয হবে না।
ফাতাওয়া খানিয়া ১/২৫১; ফাতহুল কাদীর ২/১৬৮; আননাহরুল ফায়েক ১/৪৪২; ফাতাওয়া হিন্দিয়া ১/১৭৯; রদ্দুল মুহতার ২/৩০২