Video
Provu Tumi Bangla Gojol Lyrics
![Provu Tumi Bangla Gojol Lyrics - Islami Lecture](/wp-content/uploads/2025/02/Provu-Tumi-Bangla-Gojol-Lyrics-Islami-Lecture.webp)
প্রভু তুমি বলেছো রাসুল দেবে না বাংলা গজলের কভার করেছেন তাওসিফ রহমান তামিম।
Voice: Tawsif Rahman Tamim.
Lyrics and tune: Abul Ala Masum.
প্রভূ তুমি বলেছো রাসুল দেবেনা
বলোনি দেবেনা ওমর,
বলোনি দেবেনা হামজা-তারিক
খালিদ বিজয়ী সমর।
প্রভূ তুমি বলেছো রাসুল দেবেনা
বলোনি দেবেনা ওমরের যুগ,
রাশেদার সেই খেলাফত !
ফিরিয়ে দেবেনা আলোর সমাজ
কেটে কেটে আধাঁর রাত!
পৃথিবীতে আর তুমি কভু দেবেনা,
খুলে সােনালি দোর!
বলোনি দেবেনা হামজা-তারিক
খালিদ বিজয়ী সমর!
প্রভূ তুমি বলেছো রাসুল দেবেনা
পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার,
লাঞ্ছিত মানবতা!
মজলুমানেরই আহাজারিতে বয়
বাতাসে বিষন্নতা!
পূনরায় পাঠাও ওগো ওমর আবার
কাটুক আধাঁর এই ঘোর!
বলোনি দেবেনা হামজা-তারিক
খালিদ বিজয়ী সমর!
প্রভূ তুমি বলেছো রাসুল দেবেনা
বলোনি দেবেনা ওমর,
বলোনি দেবেনা হামজা-তারিক
খালিদ বিজয়ী সমর।