পরিচিত – অপরিচিত অনেকে আমাদের মাঝে নেই; রমাদ্বান মাসে দুয়া কবুল হয় তাই মৃতদের উদ্দেশ্যে দুয়া করলে সেই দুয়া কবুল হবে ইনশাআল্লাহ।
কবরের জীবনে কে কেমন আছে আমরা কেউই তা জানি না! আসুন দুয়ার মাধ্যমে আমরা তাদের এবং নিজেদের জন্য কল্যাণ কামনা করি।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
প্রত্যহ ইফতারী করার সময় আল্লাহ বহু মানুষকেই দোযখ থেকে মুক্তিদান করে থাকেন।
(হাদিস সম্ভার:১০৩০)
একজন আহ্বানকারী এই বলে আহবান করে, হে মঙ্গলকামী! তুমি অগ্রসর হও। আর হে মন্দকামী! তুমি পিছে হটো (ক্ষান্ত হও)। আল্লাহর জন্য রয়েছে দোযখ থেকে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিবর্গ (সম্ভবতঃ তুমিও তাদের দলভুক্ত হতে পার)। এরূপ আহবান প্রত্যেক রাত্রেই হতে থাকে।
(হাদিস সম্ভার:১০২৭)
নিশ্চয়ই রমযানের দিবারাত্রে বরকতময় মহান আল্লাহর জন্য রয়েছে বহু দোযখ থেকে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিবর্গ যাদেরকে তিনি মুক্ত করে থাকেন। আর প্রত্যেক মুসলিমের জন্য রয়েছে প্রত্যহ দিবারাত্রে গ্রহণ কবুলযোগ্য দু‘আ। প্রার্থনা করলে মঞ্জুর হয়ে থাকে।
(হাদিস সম্ভার:১০৩১)
হে আল্লাহ! আপনি আমাদের ক্ষমা করুন, আমাদের নেক আমলগুলো কবুল করুন, মৃতদের কবরের আযাব মাফ করে দিন, দয়া করে আমাদের আপনার দীদার থেকে বঞ্চিত করবেন না।