পোষা বিড়ালকে মৃত্যুর পর জান্নাতে পাওয়ার দোয়া করা জায়েজ হবে কি? আমি নিয়মিত বিড়াল পুসি, পোষা বিড়ালের মৃত্যুতে আমার খুব মন খারাপ হয়। কখনো আল্লাহর কাছে দোয়া করি, বিড়ালটাকে জান্নাতে ফিরে পাই। পশু পাখীর ব্যাপারে এই ধরনের দোয়া জায়েয কিনা? Related Articles শত্রুর দৃষ্টি থেকে গোপন থাকার আমল দাঁড়িয়ে পানাহার করা কি হারাম বা মাকরূহ ‘মানুষের জীবনে তার নামের প্রভাব পড়ে’ এ কথা কি সত্য?