Bangla Islamic Nasheed ফজরের ক্ষণ গেলো POROKALMUKHI নামাজ Bangla Gojol Lyrics
Lyric: Abu Taher Belal Tune: Zahidul Islam Sound Design: Ahmed Rasel Direction & Cinematography: Alam Morshed Edit & Colour: Film Art Presented by: Message Cultural Group.
পরকালমুখী:— ফজরের ক্ষণ গেলো পড়োনি নামাজ জোহরেও ডুবে ছিলে নিয়ে শত কাজ, হেলায় খেলায় গেলো আছরের কাল- মাগরিবেও পরলে না নামাজীর সাজ!! বিনোদনে কেটে গেলো এশার সময় এতোটুকু জাগলো না কবরের ভয়. খুঁজলে না একবারো নাজাতের পথ- মুসলিম নাম নিতে পেলে নাকো লাজ।। তোমার মতন নেই হতভাগা কেউ নেই এতো পাপাচারী পৃথিবীতে আর, একবার শুরু হলে ভাঙনের ঢেউ কখনো ফেরাতে জানি পারবে না তার।… নামাজে ফারাক করে কাফির মোমিন বিশ্বাসে আবাদ করো বুকের জমিন, সালাৎ কায়েম করা ঈমানের দাবী- পরোকাল মুখী করো মনটাকে আজ.