এই সুন্দর গজলটি আবূ উবায়দা কভার করেছেন। পরের জায়গা পরের জমি গজলটি কথা লিখেছেন আব্দুল লতিফ।
কন্ঠ : আবু উবায়দা
মূল শিল্পী: আব্দুল আলিম
ভিডিওগ্রাফি এন্ড ইডিট: আবু হুরায়রা
সঙ্গীত আয়োজন, সাউন্ড এন্ড মাস্টার : তানজিম রেজা ও মাহফুজুল আলম
কৃতজ্ঞতায় : মোহাম্মাদ বদরুজ্জামান, এইচ আল বান্না
পরের জায়গা পরের জমিন
ঘর বানাইয়া আমি রই
আমি তো এই ঘরের মালিক নই।
সেই ঘরখানা যার জমিদারি
আমি পাইনা তাহার হুকুমদারী
আমি পাইনা জমিদারের দেখা ।
মনের দুঃখ কারে কই।
জমিদারের ইচ্ছামত দেই না জমি চাষ
তাইতো ফসল ফলে না রে
দুঃখ বারো মাস।
আমি খাজনাপাতি সবই দিলাম
তবু জমিন আমার হয় যে নীলাম ।
আমি চলি যে তার মন জোগাইয়া
দাখিলায় মেলে না সই।
আমি তো সেই ঘরের মালিক নই।
পরের জায়গা পরের জমিন
ঘর বানাইয়া আমি রই
আমি তো এই ঘরের মালিক নই।