পবিত্র কুরআনে আল্লাহ সর্বপ্রথম যে নবীর ঘটনা নাযিল করেন, তিনি হলেন ইউনুস আলাইহিস সালাম।
কুরআনে বর্ণিত ২৫ জন নবী-রাসূলের মধ্যে আদম আলাইহিস সালাম না, মূসা আলাইহিস সালামও না, আল্লাহ ইউনুস আলাইহিস সালামের ঘটনা সর্বপ্রথম নাযিল করেন।
ইউনুস আলাইহিস সালামের ঘটনা ছিলো একটি মোটিভেশনাল।
তাঁর কওমকে দাওয়াত দেয়ার পর তারা গ্রহণ না করলে তিনি রাগ করে চলে যান।
সর্বপ্রথম এই ঘটনা নাযিলের মাধ্যমে আল্লাহ তাঁর রাসূলকে জানিয়ে দিলেন, তাঁর ক্ষেত্রেও দাওয়াত প্রত্যাখ্যান হবে, তিনি যেন সেই কাজ না করেন, যা ইউনুস আলাইহিস সালাম করেছিলেন। ঘটনার মধ্য দিয়ে আল্লাহ তাঁর নবীকে সান্ত্বনার পাশাপাশি উৎসাহ দিলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের সবচেয়ে কষ্টের দিন ছিলো তায়েফের দিন।
সেদিন তিনি প্রত্যাখ্যাত হয়েছেন, তাঁকে রক্তাক্ত করা হয়েছে। তিনি জানতেন না এই অবস্থায় কীভাবে মক্কায় ফিরে যাবেন। মক্কায় ফিরে যাওয়া নিয়ে অনিশ্চয়তা কাজ করছিলো।
এই রক্তাক্ত অবস্থায় হাঁটতে হাঁটতে বিশ্রাম নেন। তখন একজন ব্যক্তি তাঁর জন্য আঙ্গুর নিয়ে আসে।
তাঁর মুখে ‘বিসমিল্লাহ‘ শুনে সেই ব্যক্তি জিজ্ঞেস করলো, এমন কথা তো এই এলাকার কেউ বলে না, আপনি কীভাবে বললেন?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকে জিজ্ঞেস করলেন, তুমি কোন এলাকার?
জানা গেলো সে ইউনুস নবীর এলাকার।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইউনুস নবীর নাম উল্লেখ করলে সেই লোক দ্বিতীয়বার বিস্মিত হলো।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানালেন, ইউসুন নবী আর তিনি ভাই (নবী হিসেবে)।
সারাদিন তায়েফের লোকজন তাঁকে নির্যাতন করা সত্ত্বেও দিনের শেষভাগে একজন ইসলাম গ্রহণ করলো।
যে ইসলাম গ্রহণ করলো, তার সাথে ইউনুস নবীর সম্পর্ক ছিলো; একই এলাকার।
আর এর প্রায় ১০ বছর পূর্বে প্রত্যাখ্যাত হলে নবীজি যেন মনোবল না হারান, সেজন্য আল্লাহ সেই ইউনুস নবীর উদাহরণ দিয়েছিলেন।
সেই সাহাবীর নাম আদ্দাস রাদিয়াল্লাহু আনহু। যেই জায়গায় তিনি সেদিন রক্তাক্ত নবীজিকে আপ্যায়ন করেছিলেন, এখন সেই জায়গায় একটি মসজিদ আছে।
ছোট্ট সেই মসজিদে গতকাল যুহরের নামাজ পড়লাম।
সর্বপ্রথম নাযিলকৃত নবীদের ঘটনায় ইউনুস আলাইহিস সালামের ঘটনা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের কষ্টের দিন, প্রত্যাখ্যানের দিনে সেই নবীর এলাকার একজনের ইসলাম গ্রহণের ঘটনা আমার কাছে স্পেশাল।
এই ঘটনার কানেক্টিভিটি দেখতে গিয়ে সীরাতের আরো অনেক কানেক্টিভিটি চোখে পড়লো।