পাশে থাকা বোন

মাঝে মধ্য কিছু পেইজ আমি দেখি আর আফসোস হয় কিছু পোস্ট দেখে, কোন এক বোন যদি কমেন্ট করে মজা করে তাহলে কিছু ভাই আছেন যারা অথবা কথা-বার্তা বলেন কমেন্ট গিয়ে তারপর অনেকেই অশ্লীল ভাষায় কথাও বলেন। তারপর টেক্সট দিয়ে বিরক্ত করা তো আছে। শুধু পেইজ নয়, গ্রুপে একই কাজ। কি দরকার ভাই এইসব কাজ করার বলেন তো?? নিজেকে ছোট করা ছাড়া আর কিছু নয় ভাই। আপনার তো বোন আছে অন্য কোন ভাই যদি এইরকম করে আপনার কেমন লাগবে ভাই উওরটা আপনার বিবেকের উপর ছেড়ে দিলাম।

তারপর রাস্তাঘাটে হয়রানি…

২০২১ সালের রামাদানের ঈদের জন্য একটি পেন্ট কিনতে জিন্দাবাজারে (সিলেট) গেলাম, কিন্তু যা অবস্থা দেখলাম সত্যি খুব খারাপ লাগলো। এক বোন কে এক ভাই রাস্তায় যাওয়ার সময় খুব জুড়ে ধাক্কা মারলেন কিন্তু ভাগ্য ভালো উনার বোন সাথে থাকায় ধরলেন না হলে বোনটি পড়ে যেতেন কিন্তু এমন নয় যে ভাইটি যাওয়ার জায়গা ছিলো না যথেষ্ট ছিলো তারপরও ইচ্ছা ধাক্কা মারলেন আবার দেখলাম আরেকটি বোনকে আরেক ভাই ঠিক একই কাজ করলেন তখন বোনটি বলে উঠলো বদ***শের বাচ্চা দেখে চলে পারে না। দুটি ঘটনা আমার সামনে ঘটলো।

কেন ভাই কেন এইসব করেন রাস্তাঘাটে, এই ধরনে কিছু ভাইদের জন্য বোন, ও মায়েরা রাস্তায় চলে অসুবিধা হয়। আজ আপনি এক মা ও বোনরের সাথে এইরকম করতেছেন, আল্লাহ না করুন কালকে যদি আপনার স্ত্রী, মা ও বোনের সাথে এইরকম অন্য ভাই করে আর তারা বাসায় এসে যদি আপনাকে বলে এই রকম করছে তখন আপনার প্রতিক্রিয়া কি হবে ভাই এটা আপনার বিবেকের উপর ছেড়ে দিলাম।

আবার…..

বাস, সিএনজি অথবা যেকোন যানবাহনে আপনার পাশের সিটে বসা যদি কোন বোন অথবা কোন মা বসেন তাকে সুরক্ষিত রাখা আপনার ও আমার সবার দায়িত্ব। আপনার এমন কোন ব্যবহারে যাতে পাশের বসা বোন অথবা মা কে অপরৃতিকর অবস্থা না পরে এবং নিজেকে অসুরক্ষিত মনে করে। আজ আপনি কোন এক বোন অথবা কোন এক মা কে সুরক্ষিত করবেন। ইনশা-আল্লাহ হুল আজিজ, আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা আপনার ও আমার বোন ও মা কে সুরক্ষিত করবেন পাশের সিটের মানুষটি থেকে। তারাতো আমাদেরই সম্পদ, আমাদেরই জাতি। তাদের সুরক্ষিত রাখা আপনার আমার সবার দায়িত্ব।

বোনদের দু’টি টিপছ দেই, আশা করি কাজে লাগবে। কিন্তু আমার ক্ষুদ্র জ্ঞানে বলছি দুই নম্বর টা বেশি কার্যকর হবে। প্রথমত ; যেসব ভাইয়েরা এই সব করে তাদের একটা শিক্ষাতো দেওয়ার দরকার তাই না। আপনাদের ব্যাগ এর মধ্য এক্সট্রা আলপিন অথবা হিজাবে যে সব পিন দেন সেইসব পিন কাজে লাগাবেন। কেমন করে বলছি শুনুন, যে দিকে আপনার সাথে বেশি ঘেসা ঘেসি করতেছেন ভাইটি সেই দিকে রেখে দিবেন এখন যদি ভাইটি আপনার ডান দিকে বসেন বাম হাত রাখবেন আবার বাম দিকে বসলে ডান হাতে রাখবেন আর ১বার/ ২ বার খুছা খেলে আর এই রকম করবে না। দ্বিতীয় ; উচ্চস্বরে বলবেন একটু সরে বসুন যাতে গাড়ি তে সবাই শুনতে পারে, এতো খুব লজ্জা পাবে আর সম্পূর্ণ রাস্তা গা ঘেসা ঘেসি করবে না।

আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনারা রিকশায় অথবা CNG তে বসলে আপনাদের বোরকা, জিলবাব, ওড়না অথবা কামিজের কিছু অংশ নিচের দিকে অথবা বাইরে দিকে থাকে, সেটি বসার পর খেয়াল করে ঠিক করে নিবেন। আল্লাহ না করুক এই কিছু অংশের জন্যই আপনার জীবন ঝুঁকিতে পড়তে পারে। তাই সম্মানিতা বোন দয়া করে খেয়াল রাখবেন।

আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা আমাদের বুঝার তৌফিক দিন।
ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ,
আল্লাহ হুম্মা আমিন।

লিখেছেন

জুবায়ের আহমেদ

আমি মোটেও দ্বীনি নই আমার সামান্য কয়েকটা পোস্ট ও দ্বীনের কথা-বার্তা দেখে বিচার করবেন না।
"আমি দ্বীনি মানুষ"
পারলে আমার জন্য হেদায়াত এর জন্য দোয়া করবেন তাহলে বেশি খুশি হবো।
ইনশা-আল্লাহ হুল আজিজ
(আল্লাহ যদি চান, তিনি'তো পরাক্রমশালী )

All Posts

আমি মোটেও দ্বীনি নই আমার সামান্য কয়েকটা পোস্ট ও দ্বীনের কথা-বার্তা দেখে বিচার করবেন না।
“আমি দ্বীনি মানুষ
পারলে আমার জন্য হেদায়াত এর জন্য দোয়া করবেন তাহলে বেশি খুশি হবো।
ইনশা-আল্লাহ হুল আজিজ
(আল্লাহ যদি চান, তিনি’তো পরাক্রমশালী )

Exit mobile version