পাপের পাহাড় আবু উবায়দার গজল লিরিক্স। আবু উবায়দার নতুন গজল
Word, Tune & Performed by Abu Ubayda
Sound Design: Ahmed Rasel
Management: Mahmudul Hasan
Director: Faruq Tahir
Supervised by: Abu Hurayra
তওবা হাজারবার করেও
গুনাহ ছাড়িনি
অগণিত রহম পেয়েও
রাখতে পারিনি।
আমার পুরো জীবনে জুড়ে
পাপের পাহাড়।
দু’হাত তুলে চাই পানা,
ক্ষমার চাদর দাও তোমার।
পাপের পাহাড় চূর্ণ করো,
অগো পরওয়ারে দিগার।
মাঝে মাঝে মনে হয়
এতটাই পাপি হলাম,
ইবলিস, ফিরআউনের চেয়েও বেশি।
যুগে যুগে যত পাপ
করেছে পাপি সকলে,
তার চেয়ে আমি দ্বিগুণ দোষী।
আমার পুরো জীবনে জুড়ে
পাপের পাহাড়।
দু’হাত তুলে চাই পানা,
ক্ষমার চাদর দাও তোমার।
পাপের পাহাড় চূর্ণ করো,
অগো পরওয়ারে দিগার।
কথা রাখিনি
কথা রাখিনি
বার বার কথা দিয়েও
গুনাহ ছাড়িনি
হিসেবের খাতা নিয়ে
বসি যখন একেলা,
আমাকে মনে হয় দোজখের লাকড়ি।
ভয়াবহ আগুনে
দাউ দাউ জ্বলছি,
নির্দয় মারছে দোজখে যার চাকরি।
জানি তুমি মহীয়ান,
জানি তুমি মহীয়ান,
দয়ার আধার।
দু’হাত তুলে চাই পানা,
ক্ষমার চাদর দাও তোমার।
পাপের পাহাড় চূর্ণ করো,
ওগো পরওয়ারে দিগার। ||