পাপের পাহাড় বাংলা গজল কণ্ঠে জুবায়ের হোসাইন। এই সুন্দর বাংলা গজলটি লিখেছেন সাইফ আলি।
গান: পাপের পাহাড়।
কথা: সাইফ আলি।
সুর: আবু তৈয়ব মেসবাহ।
কণ্ঠ: জুবায়ের হোসাইন।
পরিবেশনায়: অনুপম সাংস্কৃতিক সংসদ, ঢাকা।
অডিও & ভিডিও: ধানশালিক স্টুডিও।
অডিও কম্পোজিশন: মুহাম্মাদ মুবিন।
ভিজ্যুয়াল ডিরেক্টর: দিদারুল ইসলাম।
মাঝে মাঝে মনে হয় পাপের পাহাড় ঠেলে
তোমাকে আর পাওয়া হলোনা
তখনি মনে পড়ে দয়ার আধার তুমি
বান্দাকে কোনোদিন ভোলো না।
তোমাকে ভুলে প্রভু কতো সহজে
নফসের গোলামীতে থেকেছি মজে
মরিচিকা সুখ খুঁজে জীবন করেছি পার
আটকে গেছি চোরাবালিতে;
সেই চোরাবালি থেকে টেনে আজ তুমি তোলোনা।
রহমান তুমি তোমার রহম থেকে নিরাশ হতে জানি করেছো বারণ
তবুও হৃদয় কেনো নিরাশার চাদরে নিজেকে মুড়ায়
শান্তির পথ ছেড়ে দূরে সরে গিয়ে মিছেমিছি কেনো যে দুঃখ কুড়ায়?
ফেলে আসা সময়ের দিকে তাকালে
পূণ্যের হাওয়া এসে লাগে না পালে
দুদিনের দুনিয়ার হিসাব মিলাতে গিয়ে
গরমিল হয়ে গেছে হিসাবে
তবু মুক্তির পথ আজ তুমি খোলোনা।