Q/A
অমুসলিম মহিলাদের সাথে মুসলিম মহিলাদের পর্দা করার বিধান
মুসলিম মহিলাদের জন্য কি অমুসলিম মহিলাদের সাথে পর্দা করা আবশ্যক?
মুসলিম নারীর জন্য অমুসলিম নারীর সাথে পর্দা করা আবশ্যক নয়। অমুসলিম নারীদের থেকেও ততটা পর্দা করা উচিত যতটা মাহরাম আত্মীয়দের থেকে। কিন্তু তার সামনে শরীরের সৌন্দর্য প্রকাশ করবেন না। আচ্ছাদিত শরীরের অংশ খুলবেন না।
সে যেমন মাহরামের সামনে তার মুখমণ্ডল, মাথা, হাত ও পা উন্মুক্ত করতে পারে তেমনি অমুসলিম নারীদের সামনেও প্রকাশ করতে পারবে। তবে এগুলোর চেয়ে বেশি পর্দা করলে মুস্তাহাব।
হযরত উমর রা. বলেন,
যে নারী আল্লাহ ও আখেরাতের উপর বিশ্বাস রাখে তার জন্য স্বজাতি ছাড়া অন্য কারো (বিধর্মী মহিলা) সম্মুখে শরীরের আবৃত অংশ প্রকাশ করা জায়েয নয়।
[তাফসীরে ইবনে কাসীর ৩/৪৫৫; সুনানে সায়ীদ ইবনে মানসূর-এর বরাতে।
-ফাতাওয়া হিন্দিয়া ৫/৩২৭; রদ্দুল মুহতার ৬/৩৭১]