অসুস্থতার কারনে ফরয গোসল হলে করণীয় কি

গত সপ্তাহে অসুস্থতার কারণে পানি ব্যবহার করে অযু করতে পারিনি। এমন সময় আমার একবার গোসল ফরয হয়। অতঃপর আমি তায়াম্মুম করি এবং অসুস্থতার দিনগুলোতে তায়াম্মুম করে সালাত আদায় করেছি। জানার বিষয় হল, সুস্থ হওয়ার পর আমি কি স্বাভাবিকভাবে অযু করে নামাজ আদায় করতে পারব নাকি আগে ফরয গোসল করতে হবে?

উল্লেখিত ক্ষেত্রে পানি ব্যবহার করতে সক্ষম হওয়ার পর প্রথমে ফরয গোসল করতে হবে। কেননা পানি ব্যবহার করতে সক্ষম হওয়ার সাথে সাথে ফরয গোসলের পরিবর্তে আপনার করা তায়াম্মুম ভেঙ্গে যাবে। সুতরাং এমতাবস্থায় সুস্থ হওয়ার পর ফরয গোসল না করে শুধুমাত্র ওযু করে নামায পড়া সহীহ নয়। আলী রা. থেকে বর্ণিত, তিনি বলেন-

إِذَا أَجْنَبتَ فَاسْأَلْ عَنِ الْمَاءِ جَهْدَكَ، فَإِنْ لَمْ تَقْدِرْ فَتَيَمَّمْ وَصَلِّ، فَإِذَا قَدَرْتَ عَلَى الْمَاءِ فَاغْتَسِلْ.
তোমার ওপর গোসল ফরয হলে পানি জোগাড় করার চেষ্টা করবে। যদি না পাও তাহলে তায়াম্মুম করে নামায পড়বে। তারপর যখন পানি পাবে তখন গোসল করে নেবে।
(মুসান্নাফে আব্দুর রাযযাক, বর্ণনা ৯২৪)

উল্লেখ্য যে, আপনি অযু করতে সক্ষম হওয়ার আগ পর্যন্ত তায়াম্মুম করার সময় যে সালাত আদায় করেছেন তা আদায় হয়ে গিয়েছে। সেগুলো আবার পড়ার দরকার নেই।

–কিতাবুল আছল ১/৯০; আলমাবসূত, সারাখসী ১/১১৪; আলবাহরুর রায়েক ১/১৬৯

Exit mobile version