Oporadhi Bangla Gojol Lyrics অনুশোচনা মূলক হামদে কাওয়ালী অপরাধী Title : OporadhiArtist : Monirul Islam Labib & Nabil AdnanLyrics : Nabil AdnanTune : Nabil AdnanSound Design : Salman Sadik SaifAudio & Video : Heaven TuneProducer : @GaziAnasRawshanProduction : Heaven Tune মাওলা নি সা গা মা পা নি সা রে গা, গা, গারে সাআমি অপরাধী বাড়ছে গুনার পরিধিঅপরাধী বাড়ছে গুনাহর পরিধিতুমি সাফ করে দাও মাফ করে দাওমাওলা আমার দিল দরদীআমি অপরাধীআমি অপরাধী বাড়ছে গুনাহর পরিধিঅপরাধী বাড়ছে গুনাহর পরিধি তুমি সাফ করে দাও মাফ করে দাওমাওলা আমার দিল দরদীআমি অপরাধী, মাওলা ……………প্রতি কদমে কদমে তোমারি চরণেসেজদায় লুটাবো পাপেরই কারণে। ||দু চোখের অশ্রু ফেলে ||চাইবো একা তারে অশ্রু ফেলে চাইবো একা তারে তুমি মাফ করে দাও সাফ করে দাও এই অধম বান্দারে, আমি অপরাধীপ্রতিটি নিঃশ্বাস প্রভু শুধু তোমারি দানকদর হয়নি করা, আমি এক নাফরমানআমি ভুলে আছি সরে আছিবিপথে পড়ে সময় ফুরিয়ে গেছেডাকছে কবরেআমি ভুলে আছি সরে আছিবিপথে পড়ে সময় ফুরিয়ে গেছে ডাকছে কবরেআফসোসে দিন আমারআফসোস দিন, আমার গেল হারিয়ে ||এখন হা হুতাশে দিচ্ছে বিষে আমারে জীবনটারে আমি অপরাধীআমি অপরাধী বাড়ছে গুনাহর পরিধিঅপরাধী, বাড়ছে গুনাহর পরিধিতুমি সাফ করে দাও মাফ করে দাওমাওলা আমার দিল দরদীমাওলা আমার দিল দরদীমাওলা আমার দিল দরদীআমি অপরাধী মওলা মাওলা মাওলা মাওলা Related Articles Beiman By Abu Ubayda Bangla gozol Lyrics Fazar By Gazi Anas Rawshan Bangla Gozol Lyrics Joto Din Gaibo Bangla Gozol Lyrics