অনুশোচনা মূলক হামদে কাওয়ালী অপরাধী
Title : Oporadhi
Artist : Monirul Islam Labib & Nabil Adnan
Lyrics : Nabil Adnan
Tune : Nabil Adnan
Sound Design : Salman Sadik Saif
Audio & Video : Heaven Tune
Producer : @GaziAnasRawshan
Production : Heaven Tune
মাওলা নি সা গা মা পা নি সা রে গা, গা, গারে সা
আমি অপরাধী বাড়ছে গুনার পরিধি
অপরাধী বাড়ছে গুনাহর পরিধি
তুমি সাফ করে দাও মাফ করে দাও
মাওলা আমার দিল দরদী
আমি অপরাধী
আমি অপরাধী বাড়ছে গুনাহর পরিধি
অপরাধী
বাড়ছে গুনাহর পরিধি
তুমি সাফ করে দাও মাফ করে দাও
মাওলা আমার দিল দরদী
আমি অপরাধী, মাওলা ……………
প্রতি কদমে কদমে তোমারি চরণে
সেজদায় লুটাবো পাপেরই কারণে। ||
দু চোখের অশ্রু ফেলে ||
চাইবো একা তারে
অশ্রু ফেলে চাইবো একা তারে
তুমি মাফ করে দাও সাফ করে দাও
এই অধম বান্দারে, আমি অপরাধী
প্রতিটি নিঃশ্বাস প্রভু শুধু তোমারি দান
কদর হয়নি করা, আমি এক নাফরমান
আমি ভুলে আছি সরে আছি
বিপথে পড়ে সময় ফুরিয়ে গেছে
ডাকছে কবরে
আমি ভুলে আছি সরে আছি
বিপথে পড়ে সময় ফুরিয়ে গেছে ডাকছে কবরে
আফসোসে দিন আমার
আফসোস দিন, আমার গেল হারিয়ে ||
এখন হা হুতাশে দিচ্ছে বিষে আমারে জীবনটারে
আমি অপরাধী
আমি অপরাধী বাড়ছে গুনাহর পরিধি
অপরাধী, বাড়ছে গুনাহর পরিধি
তুমি সাফ করে দাও মাফ করে দাও
মাওলা আমার দিল দরদী
মাওলা আমার দিল দরদী
মাওলা আমার দিল দরদী
আমি অপরাধী মওলা মাওলা মাওলা মাওলা