ইসরাফ ও তাবযীর ইসলাম কি বলে?
অপব্যয়ের বিষয়ে ইসলামের বক্তব্য কি?
মানুষ কেন অপব্যয় করে, অপব্যয় থেকে বাঁচা আমাদের কতটুকু জরুরী?
অপব্যয়ের সাথে ব্যক্তির অপব্যয় কিভাবে সামগ্রিক পৃথিবীতে প্রভাব পড়তে পারে। ইসলাম এ বিষয়ে কি আমাদের জন্য নির্দেশনা দেয়, সংক্ষিপ্ত সময়ে আজকের জুমা পূর্ব আলোচনার বিষয় হচ্ছে ইসরাফ ও তাবযীর।
প্রিয় ভাইয়েরা আমি আপনাদের কাছে কুরআনুল কারীমের ৬স্ট সুরার ৪১ নাম্বার আয়াত পাঠ করেছি।
আল্লাহ রাব্বুল আলামীনের নেয়ামত যেটা আল্লাহ দিয়েছেন সেটার সুষ্ঠু ব্যবহারের বিষয়, আল্লাহ রাব্বুল আলামীন দিকনির্দেশনা দিয়ে। সামগ্রিকভাবে আমরা ইসলামকে যদি একটা দিন, ইসলামকে যদি বিশ্ব ব্যবস্থা জন্য একটি ম্যানেজমেন্ট মনে করি।
তাহলে এখানে ঠুনকো কোনো বিষয় নেই, এমন কোন বিষয় নেই, ইসলাম যেটা আপনাকে করতে বলে বা নিষেধ করে যেটা কেবলমাত্র আপনার জন্যই ছোট্ট একটু বিষয় এরকম নয়। বরং ইসলামের যে বেসিক নির্দেশনা বেসিক নির্দেশ সামগ্রীক কথা আজকে জড়িয়ে আছে