অন্তরঙ্গতা

কমন মিস্টেকস ইন রামাদান – অন্তরঙ্গতা
রমজান মাসে মুসলিমরা সাধারণত যে ভুলগুলো করে থাকে, তার মধ্যে আজকে যে বিষয়টি আলোকপাত করতে যাচ্ছি তা কিছুটা সংবেদনশীল হলেও এ ব্যাপারে সঠিক জ্ঞান থাকাটা গুরুত্বপূর্ণ। রমজান মাসে অনেক মুসলিম বিবাহিত দম্পতিরা শারীরিক মেলামেশা থেকে দূরে থাকেন, জুনুব (অপবিত্র) অবস্থায় থাকার ভয়ে এবং ফজরের আগে গোসল করতে হবে সেই কারণে। অনেকেই মনে করেন এই অপবিত্রতার কারণে তারা রোজা রাখতে পারবেন না।
আমি এখানে একটা বিষয় পরিষ্কার করে বলতে চাই এবং তা হল জুনুব (অপবিত্র) অবস্থায় জেগে উঠে আপনি রোজার নিয়ত করতে পারবেন, সেহরি খেয়ে রোজাও শুরু করতে পারবেন। অতঃপর যখন ফজরের সময় হবে, নামাজ পড়ার আগে গোসল করে নিলেই চলবে। ফজরের নামাজের আগে পবিত্র অবস্থায় না থাকার কারণে আপনার রমজানের বাকি দিনটা নষ্ট হয়ে যাবে না, আপনি রোজার সওয়াব থেকে বঞ্চিত হবেন না, এবং আপনাকে সেই দিনের রোজার পুনরাবৃত্তিও করতে হবে না।
অবশ্যই এই বিষয়টি রাসুলের (সা.) সুন্নত এবং কুরআনের আয়াত থেকে আমরা জানতে পারি। এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা পবিত্র কুরআনে বলেছেন-
عَلِمَ اللّٰهُ اَنَّکُمۡ کُنۡتُمۡ تَخۡتَانُوۡنَ اَنۡفُسَکُمۡ
....আল্লাহ জানতেন যে, তোমরা নিজেদের সঙ্গে প্রতারণা করছিলে....[২:১৮৭]
আল্লাহ জানতেন এমন কিছু মুহূর্ত ছিল যখন মুসলিমরা স্বামী-স্ত্রী হিসাবে একে অন্যের সাথে শারীরিকভাবে মেলামেশার ব্যাপারে ভীত হয়েছিল, তাই আল্লাহ অনুমতি দিয়েছেন। আল্লাহ বলেছেন দিনের আলোতে স্বামী-স্ত্রী একে অপরের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করা থেকে বিরত থাকবে, কিন্তু সন্ধ্যার পর বা রাতের বেলায় এই শারীরিক সম্পর্কে কোন বাধা নেই যা পারস্পরিক প্রেম, ভালবাসা, বিশ্বস্ততা এবং সুখি দাম্পত্য জীবনের চাহিদার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত।
ইফতারের পর থেকে সেহেরির আগ পর্যন্ত স্বামী-স্ত্রীকে এই শারীরিক সম্পর্কের জন্য উৎসাহিত করা হয়েছে, বস্তুত এই নির্ধারিত সময়ের মধ্যে স্বামী-স্ত্রী পরস্পরের কাছে আসা এবং শারীরিক সম্পর্ক স্থাপন করা সুন্নত, নিজেদের নিরাময় এবং প্রশান্তির জন্য। কাজেই দিনের বেলা রোজা রাখলে রাতের বেলায় স্বামী-স্ত্রীকে একে অপরের থেকে দূরে থাকতে হবে এমন কোন কথা নেই।
এই ভুলটি রমজান মাসে মুসলিমরা প্রায় করে থাকে, যা স্বামী-স্ত্রীর মনে অতিরিক্ত চাপ সৃষ্টি করে। কাজেই অহেতুক এই চাপ নেওয়ার কোন কারণ নেই ইনশাআল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা যেন আমাদের সবার কাছ থেকে কবুল করে নেন।
মূল: শাইখ ওয়ালীদ ইয়াহিয়া ইব্রাহিম