Q/A
অপরিচিত মানুষের কোন হাদিয়া/উপহার দিলে নেয়া যাবে কি
হাদিয়া দেওয়া সুন্নত হাদিয়া গ্ৰহন করাও সুন্নত।
তবে একটি বিষয় হলো আমাদের সমাজে অনেক গায়রে মাহরাম ছেলে গায়রে মাহরাম নারীকে ডায়রি অথবা বিভিন্ন কিছু উপহার দেয় খারাপ উদ্দেশ্য নিয়ে যদি খারাপ উদ্দেশ্য থাকে তাহলে গ্ৰহন করা যাবেনা আর যদি খারাপ উদ্দেশ্য না থাকে তাহলে গায়রে মাহরাম থেকে হাদিয়া গ্ৰহন করা জায়েজ আছে।
কেউ হাদিয়া দিলে তা প্রত্যাখ্যান করা ঠিক নয়। কেননা তাতে হাদিয়াদাতার মনে কষ্ট হয় এবং পারস্পরিক সম্পর্ক তিক্ত হয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন,
‘যাকে সুগন্ধি দান করা হয়, সে যেন তা ফিরিয়ে না দেয়। কেননা এটি হালকা জিনিস অথচ সুগন্ধযুক্ত।’
(মুসলিম, হাদিস : ২২৫৩)