Q/ASheikh Ahmad Ullah
অন্য দেশে থেকে চোরাই গরু দিয়ে কুরবানী করা জায়েজ হবে কি
অন্য দেশে থেকে চোরাই ভাবে আসা গরু কিনে কুরবানী করা জায়েজ হবে কি?
জটিল প্রশ্ন বিশেষ করে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে কুরবানীর গরু আসে এক সময় অনেক বেশী আসত এখন আলহামদুলিল্লাহ্। আমরা আমাদের দেশীয় গরু পর্যাপ্ত পরিমাণে বাজারে পাই এবং সে দিয়ে কুরবানী করতে পারি। অন্য দেশে থেকে কোন গরু চোরাই ভাবে আসছে নাকি আসে নাই তা আমরা জানি না। চোরাই ভাবে আসা এমন হয়, চুরি করে আনছে আমি জানি। তাহলে আমি কুরবানী দিতে পারব না। ধরুন আপনি সিমান্ত এলাকায় বসবাস করেন এবং জানেন যে, ভারত থেকে গরু ধরে নিয়ে আসছে এবং আপনার কাছে বিক্রয় করল। এটা কিনে আপনি কুরবানী দিতে পারবেন না। জানেন এটা চোরাই মাল।
কিন্তু ব্যপারটা যদি এমন হয়, যে যার গরু তিনি বিক্রি করেছেন, আরেকজন কিনেছেন, কিনে তিনি বিক্রি করেছেন। রাষ্ট্রীয় যে নিয়ম তা যথা যথ ভাবে ফলো করা হয়নি।