আমাদের সমাজে হরহামেশাই দেখা যায় অন্যের বউ বা স্ত্রী নিয়ে পালিয়ে বিয়ে করে। এখন কথা হচ্ছে অন্যের স্ত্রী থাকা কালীন বিয়ে করলে ঐ বিয়ে কী বৈধ হয় আর সন্তান কী হালাল হয়
অন্যের বিবাহিত স্ত্রীকে তার বিবাহে থাকা অবস্থায় তালাক না করিয়ে বিবাহ করা জায়েয নেই।
সহিহ মুসলিম, হাদিস : ২৬৫৭; মুসনাদে আহমাদ, হাদিস : ৮৯৩২; রদ্দুল মুহতার : ১৯৭/৫, ২৭৪/৪; বাদায়িউস সানায়ি : ৫৪৭/২; আল-বাহরুর রায়িক : ১০৮/৩; ফতোয়া হিন্দিয়্যা : ২৮০/১; ফতোয়া কাজিখান : ৩৬৬/১