অলসতা দূর করার দোয়া

ইসলামের শরীয়তে অলসতা দূর করার দোয়া বা উপায়।
আলসতা মানুষের একটি সাধারণ সমস্যা। দীর্ঘ সময় কাজ করার পর শরীরে আলসতা তৈরি হওয়া স্বাভাবিক। কিন্তু কোন কাজ না করে শুধু অলসতা বশত বসে থাকা অবশ্যই দোষের।

অলসতার জড়তা থেকে মুক্তি পেতে হলে নিয়মিত কাজের অনুশীলনের পাশাপাশি আল্লাহ سُبْحَانَهُ وَتَعَالَىٰ কাছে দোয়া করতে হবে। কারণ আমাদের কোনো পরিকল্পনাই আল্লাহর ইচ্ছা ছাড়া বাস্তবায়িত হয় না। আলসেমি থেকে মুক্তি পাওয়ার জন্য নিচে দুটি দুআ উল্লেখ করা হলো-
অলসতা দূর করার জন্য রাসূলুল্লাহ صَلَّى ٱللَّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ এর শেখানো এই দোয়াটি পাঠ করুন।


اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الهَمِّ وَالحَزَنِ، وَالعَجْزِ وَالكَسَلِ، وَالبُخْلِ وَالجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ، وَغَلَبَةِ الرِّجَالِ
‘ইয়া আল্লাহ! আমি দুশ্চিন্তা ও পেরেশানী থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণভার ও লোকজনের প্রাধান্য থেকে আপনার কাছে পানাহ চাচ্ছি।’
[সহীহ বুখারীঃ২৮৯৩]

আলসেমি দূর করার আরেকটি দোয়া হলো-

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَالْهَرَمِ وَالْمَأْثَمِ وَالْمَغْرَمِ
আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল কাসালি ওয়াল হারামি ওয়াল মা’ছামি ওয়াল মাগরাম। 
অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে আলসেমি, বৃদ্ধ বয়সের জটিলতা, সব ধরনের পাপাচার এবং ঋণের বোঝা থেকে আশ্রয় চাই।

اللهم إني أعوذ بك من الهم والحزن و أعوذ بك من العجز و الكسل و أعوذ بك من الجبن و البخل و أعوذ بك من غلبة الدين و قهر الرجال
হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই চিন্তা পেরেশানি থেকে এবং আমি আপনার কাছে আশ্রয় চাই অপারগতা ও অলসতা থেকে এবং আমি আপনার কাছে আশ্রয় চাই কাপুরুষতার ও কৃপণতা থেকে এবং আমি আপনার কাছে আশ্রয় চাই ঋণের বোঝা ও মানুষের ক্ষোভ থেকে।

অলসতার জড়তা থেকে মুক্তি পেতে হলে নিয়মিত কাজের অনুশীলনের পাশাপাশি আল্লাহ তায়ালার কাছে উপরোক্ত দোয়া বেশি বেশি পাঠ করতে হবে। কোনো কাজ বা কর্ম করা ছাড়া শুধুমাত্র আল্লাহর ওপর তাওয়াক্কুল করে বসে থাকার ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা এসেছে।

والله اعلم بالصواب

Exit mobile version