অযু করার সময়ে ৩ বার এর বেশি ধৌত হইলে অযু কি হবে
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا خَالِي، يَعْلَى عَنْ سُفْيَانَ، عَنْ مُوسَى بْنِ أَبِي عَائِشَةَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَسَأَلَهُ عَنِ الْوُضُوءِ فَأَرَاهُ ثَلاَثًا ثَلاَثًا ثُمَّ قَالَ “ هَذَا الْوُضُوءُ فَمَنْ زَادَ عَلَى هَذَا فَقَدْ أَسَاءَ وَتَعَدَّى أَوْ ظَلَمَ ” .
আবদুল্লাহ্ বিন আম্র ইবনুল আস থেকে বর্ণিতঃ:
তিনি বলেন, এক বেদুঈন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট উপস্থিত হয়ে তাঁকে উযু সম্পর্কে জিজ্ঞেস করেন। তিনি তাঁকে তিনবার করে ‘উযুর অঙ্গগুলো ধৌত করে দেখান, তারপর বলেন, এই হল উযু। যে ব্যক্তি এর চেয়ে বেশি করল সে অবশ্যই মন্দ কাজ করলো অথবা সীমালঙ্ঘন করলো অথবা যুল্ম করলো।
ফুটনোটঃ
[৪২০] আবূ দাঊদ ১৩৫, আহমাদ ৬৬৪৬, মিশকাত ৪১৯, সহীহ আবূ দাউদ ১২৪।
সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ৪২২
হাদিসের মান: হাসান সহিহ
ত্বহতবী আলা মারাকিল ফালাহ পাকিস্তানের করাচী থেকে যে কিতাব বের হয়েছে, ৪০ নাম্বার পৃষ্টায় এর সাথে সংযুক্তি দেয়া হয়েছে যে,
কোন ব্যাক্তির যদি শখ বা সন্দেহ থাকে দিলে সে ক্ষেত্রে মননকে মস্তিকে