নরমাল ডেলিভারি হওয়ার জন্য কী আমল করবো

গর্ভকালীন কোন আমল করলে নরমাল ডেলিভারি হবে?
যে কোন নারীর প্রত্যাশা থাকে যে নরমাল ও স্বাভাবিক ভাবে ডেলিভারি হোক। স্বাভাবিক ও নরমাল ডেলিভারি হওয়ার জন্য আমরা আল্লাহ তায়ালার কাছে দোয়া কবুলের সময় গুলোতে দোয়া করতে পারি, গর্ভবতী মা দোয়া করবেন। এবং এই রকম পরিস্থিতিতে আল্লাহ্‌ তায়ালা যেন তার ডেলিভারি বিষয়টি সহজ করে দেন এর জন্য ইস্তেগফার, দুরুদ শরীফ, দোয়া ইউনুস এই গুলা বেশী বেশী করে পাঠ করবেন।

বেশী বেশী দান সদকা করবেন, এই সমস্ত আমল গুলোর মাধ্যমে কঠিন পরিস্থিতিতে আল্লাহ্‌ রব্বুল আলামীন উত্তোলনের পথ দেখিয়ে দেন এবং সহজ করে দেন।

এই আমল গুলো তিনি করতে থাকবেন। এই গুলোর বাহিরে সুনির্দিষ্ট কোন দোয়া কুরআন এবং হাদীস থেকে বর্ণিত হয়েছে এই রকম আমার জানানেই।

যেটি করলে বিশেষ ভাবে, ডেলিভারি নরমাল হবে এর জন্য সুনির্দিষ্ট কোন দোয়া নেই।


Exit mobile version