Nithur Joler Gang Bangla Gojol Lyrics Nithur Joler Gang Bangla Gojol Lyrics - Islami Lecture যে গানে কান্না চলে আসে। নিঠুর জলের গাঙ। এই সুন্দর ইসলামিক গজলটি গেয়েছেন আবু উবায়দা। নিঠুর জলের গাঙ গানের কথা লিখেছেন সালমান হাবিব। Voice & Music Producer: Abu UbaydaLyric: Salman HabibTune: Masum BillahChoreographer: Piash MiaDirector: Abu Tuyab নিঠুর নদীর বানের জল,কেনো এমন হলি রে বল?কী দোষ ছিল আমার বোনের, ভাইয়ের?কী দোষ ছিল ছোট্ট সোনার?মায়ের আদর কেরে নেয়ার,ঘরবাড়ি আজ ভাসে হাজার শখের।মন মানেনা, মন মানেনাহৃদয় আমার ভাঙ্গেসাধের জীবন কাইড়া নিলোনিঠুর জলের গাঙ্গে।পরশু দিনেও বন্ধু আমারবললো কত স্বপন,আজকে আমার বন্ধুর গায়েসুতি সাদা কাফন!সকাল বেলার শুকনো ভিটাবিকাল বেলায় প্লাবন,বানের স্রোতে ভাইসা গেছেআমার অতি আপন।মন মানেনা মন মানেনাহৃদয় আমার ভাঙ্গে,সাধের জীবন কাইরা নিলোনিঠুর জলের গাঙ্গে।কানতে গেলে ভয় লাগে আজউপচে পড়ে ব্যথা,জনম দুঃখী মায়ের কান্দনকাইড়া নিলো কথা,আল্লাহ তোমার দরবারে আজআরজি জানাই শোনোমাফ করে দাও গুনাহ খাতা।রহমের দার খোলো…মন মানেনা মন মানেনাহৃদয় আমার ভাঙ্গে,সাধের জীবন কাইরা নিলোনিঠুর জলের গাঙ্গে। Related Articles Beiman By Abu Ubayda Bangla gozol Lyrics Fazar By Gazi Anas Rawshan Bangla Gozol Lyrics Joto Din Gaibo Bangla Gozol Lyrics