Writing

নেক আমল

অনেকেই প্রশ্ন করেন, ‘আমি তো আমার ফরজ হজ্জ ওমরাহ করেছি, এখন কি আমি অন্য কারো পক্ষ থেকে ফরজ হজ্জ পালন করতে পারি?’
হ্যাঁ, আপনি অন্য কারো পক্ষ থেকে হজ্জ করতে পারেন, ওমরাহও করতে পারেন। সুবহানাল্লাহ! একবার আমার সাথে এমন এক ব্যক্তির সাক্ষাৎ হলো যিনি ইমাম আন-নওয়াবী রহিমাহুল্লাহ তা’য়ালার পক্ষ থেকে হজ্জ করছিলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম কেন তিনি ইমাম আন-নওয়াবীর পক্ষ থেকে হজ্জ করছেন?

লোকটি তখন উত্তর দিলেন কারণ ইমাম আন-নওয়াবী তাঁর জীবন বদলে দিয়েছেন। তিনি একাধিক হজ্জ করেছেন এবং মাশাআল্লাহ এবং এখন তিনি ইমাম নওয়াবীর জন্য আরেকটি হজ্জ করার সিদ্ধান্ত নিয়েছেন।

আপনি আপনার প্রিয়জনের পক্ষ থেকে হজ্জ, বা ওমরাহ করতে পারেন, এমনকি যাদের দ্বারা আপনি উপকৃত হয়েছেন তাদের পক্ষ থেকেও করতে পারেন। এটা আল্লাহ সুবহানাহু তা’য়ালার একটি রহমত যার দ্বারা আমরা তাদের সাথে সংযোগ স্থাপন রাখতে পারি। এখানে উপকার বলতে উপকারী জ্ঞানের কথা বলা হয়েছে। এমন জ্ঞান যা মানুষকে উপকৃত করে, জ্ঞানের পাঠশালাকে সম্প্রসারিত করে, দাওয়াহর কাজকে উৎসাহিত করে, এবং যা ধারাবাহিকভাবে চলতে থাকে।

মৃত ব্যক্তির পরিবার এবং বন্ধুদের সাথে দেখা করা এবং সম্মান করার কথা রসুল (ﷺ) উল্লেখ করেছেন। কি সুন্দর! তাই না?
তিনি খাদিজার (রা:) আত্মীয় স্বজন এবং বান্ধবীদের সাথে নিয়মিত দেখা করতেন এবং তাদের খোঁজখবর নিতেন। খাদিজার (রা:) পক্ষ হয়ে কিছু উপহার তিনি তাদের পাঠাতেন। আমরা আবদুল্লাহ ইবনে ওমরকে (রা:) তাঁর পিতার বন্ধুদের সন্তানদের সম্মান করতে দেখি। এটা ছিল তাঁর নিজের পিতাকে সম্মান জানানোর একটি উপায়, সুবহানাল্লাহ! আর এই আমলগুলোর কথা রসুলের (ﷺ) সুন্নতে বর্ণিত হয়েছে।

ব্যাপক ভাবে বলতে গেলে এসব সবই দু’আ, সাদাকা এবং উপকারী জ্ঞানের মধ্যেই পড়ে। এই বিষয়গুলোর জন্য আপনি অর্থায়ন করতে পারেন, কিন্তু কাউকে দিয়ে দু’আ করানোর জন্য অর্থ প্রদান করবেন না… এটি সম্পূর্ণ ভিন্ন একটি ব্যাপার। অর্থায়ন করতে পারেন উপকারী প্রকল্পের জন্য যা প্রবাহমান এবং যা ঐ ভাল কাজের সম্প্রসারণ হিসেবে বিবেচিত হবে।

পঞ্চম শ্রেণী হল তাদের পক্ষ হয়ে করা সমস্ত ভাল কাজ। তাদের কাছে সাধারণত নেক আমল পৌঁছানোর উপায় কি? অর্থাৎ আমি কি কোনো নেক আমল করতে পারি যেমন কুরআন পাঠ, অথবা তাদের পক্ষ থেকে নফল কোন ইবাদত…. যেমন নফল সালাত? সকল উলামায়ে কেরাম বলবেন আপনি তাদের জন্য কুরআন খতম করতে পারেন, এবং খতমের শেষে যে দু’আ আপনি করেন তা সেই মৃত ব্যক্তির জন্য উৎসর্গ করতে পারেন।

অতঃপর মতভেদ দেখা যায় সেই আমলের ব্যাপারে, যেই আমলের কোন সীমানা রসুলের (ﷺ) বিশেষভাবে উল্লেখ করেননি। বিপুল সংখ্যক আলেম বলেছেন

সমস্ত ভাল কাজ, যা রসুল (ﷺ) উল্লেখ করেছেন তার একটির সাদৃশ্যের ভিত্তিতে, সমস্ত ভাল কাজই এর মধ্যে পরিগণিত, যদি তা সঠিক নিয়তে করা হয়।

তবে আমি যা বলব তা হলো (অবশ্যই আল্লাহই ভাল জানেন), বেশিরভাগ ক্ষেত্রে আমাদের রসুল (ﷺ) যে কাজগুলো নির্দিষ্ট করে দিয়েছেন তার উপর অটল থাকুন, এবং ইনশাআল্লাহ তাদের পক্ষ হতে অন্যান্য নেক আমল করার মাঝেও কোন ক্ষতি নেই। আল্লাহ সুবহানাহু তা’আলা যেনো মৃতের পক্ষ থেকে সবার নেক আমলকে কবুল করে নেন।

এবং দ্বিতীয়ত যে বিষয়ে আমি বলতে চাই তা হল এই কাজগুলিকে আচার-অনুষ্ঠানে রূপান্তরিত করবেন না। এখানেই মতভেদের শুরু হয়, যখন একজন ব্যক্তি বলে তিন দিন পর আমি এটা করব, দশ দিন পর ওটা করব, ৪০ দিন পর আরো অন্য কিছু ….. এক বছর পর আমরা এখানে জড়ো হব, খাবার নিয়ে আসব, পার্টি করব…… যখনই এই বিষয়গুলোকে অতিমাত্রায় আচার-অনুষ্ঠানে রূপ দেওয়া হয়, তখনই মতভেদের সূত্রপাত হয় এবং সমালোচনার ঝড় ওঠে।

তাই আমি ইনশাআল্লাহ আবারও পাঁচটি আমলের পুনরাবৃত্তি করতে যাচ্ছি যা মৃতের জন্য করণীয় – মানুষের প্রতি এবং আল্লাহ সুবহানাহু তা’লার প্রতি ঋণের ব্যাপারে যত্নশীল হওয়া, এবং তারপর সেই ব্যক্তির দ্বারা অনুপ্রাণিত কাজগুলির সম্প্রসারণ করা, বিশেষ করে যে আমলগুলো সুন্নত হিসাবে সুনির্দিষ্ট, এবং পরিশেষে যেকোনো নেক আমল বিইজনিল্লাহি তা’য়ালা। মৃতের পক্ষ থেকে আল্লাহ যেন আমাদের সকল নেক আমলকে কবুল করে নেন।
আল্লাহুম্মা আমীন।

অনন্তের পথে যাত্রা

পর্ব : ১০

মূল: ড. ওমর সুলাইমান

লিখেছেন

Picture of ফাহমিনা হাসানাত

ফাহমিনা হাসানাত

কিছুটা লেখালেখি করি, ইসলামিক লাইনে কিছুটা পড়াশোনা করি। তাজউইদ, গ্রামার এবং কুরআন মেমোরাইজেশন এর ক্লাস করছি আলহামদুলিল্লাহ।
নিজে শিখছি, অন্যকেও শিখাচ্ছি। লেখালেখিটাও ঠিক এরকম। নিজে জানার জন্য মনের আনন্দে লিখি, শেয়ার করি।

লেখকের অন্যান্য সকল পোষ্ট পেতে ঘুরে আসুন

কিছুটা লেখালেখি করি, ইসলামিক লাইনে কিছুটা পড়াশোনা করি। তাজউইদ, গ্রামার এবং কুরআন মেমোরাইজেশন এর ক্লাস করছি আলহামদুলিল্লাহ।
নিজে শিখছি, অন্যকেও শিখাচ্ছি। লেখালেখিটাও ঠিক এরকম। নিজে জানার জন্য মনের আনন্দে লিখি, শেয়ার করি।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Islami Lecture