নারীরা কেন মোহর দিবে না পুরুষ কেন একা মোহর দিবে

যৌন চাহিদা তো ছেলে মেয়ে উভয়ের, তাহলে পুরুষ একা মহর দিবে কেনো।
ইসলামের পূর্বে যুগে নারীরা ছিল অবহেলিত এবং এক প্রকার বোঝা। কিন্তু ইসলাম এসে নারীদের কে তাদের সঠিক মর্যাদা দান করেছেন। কেননা নরীরাও মানুষ, পুরুষেরা বাহিরে কাজ করবে।

তাদের হাতে অর্থ সম্পদ থাকবে কিন্তু একজন নারী তার তো কোন ইনকাম নেই। তাই তার স্বামীর অধিনে থেকেও যেন তার পরিপূর্ণ হাত খরচ তিনি চালাতে পারেন দান সদকা করতে পারেন এই জন্য আল্লাহ তায়ালা নারী কে মহর দেওয়ার হুকুম দিয়েছেন।

وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً ۚ فَإِن طِبْنَ لَكُمْ عَن شَيْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوهُ هَنِيئًا مَّرِيئًا [٤:٤]
আর তোমরা স্ত্রীদেরকে তাদের মোহর দিয়ে দাও খুশীমনে। তারা যদি খুশী হয়ে তা থেকে অংশ ছেড়ে দেয়, তবে তা তোমরা স্বাচ্ছন্দ্যে ভোগ কর।
[সূরা নিসা-৪]

আর আল্লাহ তায়ালা যেখানে আদেশ করেছেন বান্দার সেখানে কোন কথা বলার মত শক্তি নেই।
তিনি যা কিছু করেন আমাদের ভালোর জন্যেই করেন।

লিখেছেন

আমির হামজা সিদ্দিক​

রাসুল সা: বলেছেন ,ভালো কথাও একটি সদকাহ (আল হাদিস)

লেখকের অন্যান্য সকল পোষ্ট পেতে ঘুরে আসুন

আমির হামজা সিদ্দিক

রাসুল সা: বলেছেন ,ভালো কথাও একটি সদকাহ (আল হাদিস)

Exit mobile version