গাজী আনাস রওশন এর নতুন গজল নামে মুসলিম গজলটি লিখেছেন শাহারুল ইসলাম সুজন।
Title : Name Musolman
Artist : Gazi Anas Rawshan
Lyrics : Shaharul Islam Sujon
Tune : SM Moin
Sound Design : Salman Sadik Saif
তুমি মুসলিম ঘরে জন্ম নিয়েও ঈমান আনলে না
জীবনদাতা মহান প্রভুর বিধান মারলে না
তুমি শ্রেষ্ঠ নবীর সুন্নাহ ভুলে চলছ দিবস রাতি
রং তামাশায় মত্ত হয়ে পাপকে করে সাথী
মিথ্যা পুষে হরহামেশে করছ নাফরমান…
আস্তিক নও কর্মে তুমি নামে মুসলমান
পাপের ফসল তিক্ত ভীষণ আনবে অকল্যান
থাকতে সময় নাও করে ভুল জীবনের সমাধান
কোরানের পথে শান্তি পাবে সুবাসিত দোজাহান
হইয়োনা তুমি নামে মুসলমান ||
তুমি নামাজ রোজা হজ্ব জাকাতের ধারেও আসোনা
গরীব দুঃখী মজলুমানের ভালোবাসো না
তুমি স্বার্থ মোহে উস্কানিতে দ্বন্দ্ব বিভেদ বাড়াও
দ্বীনের পথে ঘাড় ফুলিয়ে বাধা হয়ে দাঁড়াও
সুদ ও ঘুষের ভ্রান্ত ছায়ায় হচ্ছ ধনবান…
তুমি আলেম ওলামাদের সহ্য করতে পারো না
জেল জুলুম আর অত্যাচারে মন কাঁদে না
তুমি অসুস্থ সংস্কৃতির মঞ্চে বিভোর সারাবেলা
জুলুম অবিচারে ভাসে তোমার জীবন ভেলা
দানব হয়ে মানবতার করতেছ কোরবান…. ||