Name Musolman By Gazi Anas Rawshan Bangla Lyrics Video Name Musolman By Gazi Anas Rawshan Bangla Lyrics Video - Islami Lecture গাজী আনাস রওশন এর নতুন গজল নামে মুসলিম গজলটি লিখেছেন শাহারুল ইসলাম সুজন। Title : Name MusolmanArtist : Gazi Anas RawshanLyrics : Shaharul Islam SujonTune : SM MoinSound Design : Salman Sadik Saif তুমি মুসলিম ঘরে জন্ম নিয়েও ঈমান আনলে নাজীবনদাতা মহান প্রভুর বিধান মারলে নাতুমি শ্রেষ্ঠ নবীর সুন্নাহ ভুলে চলছ দিবস রাতিরং তামাশায় মত্ত হয়ে পাপকে করে সাথীমিথ্যা পুষে হরহামেশে করছ নাফরমান…আস্তিক নও কর্মে তুমি নামে মুসলমানপাপের ফসল তিক্ত ভীষণ আনবে অকল্যানথাকতে সময় নাও করে ভুল জীবনের সমাধানকোরানের পথে শান্তি পাবে সুবাসিত দোজাহানহইয়োনা তুমি নামে মুসলমান ||তুমি নামাজ রোজা হজ্ব জাকাতের ধারেও আসোনাগরীব দুঃখী মজলুমানের ভালোবাসো নাতুমি স্বার্থ মোহে উস্কানিতে দ্বন্দ্ব বিভেদ বাড়াওদ্বীনের পথে ঘাড় ফুলিয়ে বাধা হয়ে দাঁড়াওসুদ ও ঘুষের ভ্রান্ত ছায়ায় হচ্ছ ধনবান…তুমি আলেম ওলামাদের সহ্য করতে পারো নাজেল জুলুম আর অত্যাচারে মন কাঁদে নাতুমি অসুস্থ সংস্কৃতির মঞ্চে বিভোর সারাবেলাজুলুম অবিচারে ভাসে তোমার জীবন ভেলাদানব হয়ে মানবতার করতেছ কোরবান…. || Related Articles Beiman Abu Ubayda Bangla Lyrics Beiman By Abu Ubayda Bangla gozol Lyrics Fazar By Gazi Anas Rawshan Bangla Gozol Lyrics