নামাজে সুরার কোনো আয়াত ভুলে গেলে ভুল হলে কি সাহু সিজদা দিতে হবে। না কোন একটা সূরা আপনি ফাতিহা এর পর তেলেওয়াত করছেন, সূরা ফাতিহার পরের সূরা হিসেবে তেলাওয়াত করছেন তাতে যদি ১/২টা আয়াত বাদ পড়ে যায়, তাহলে সাহু সেজদা দিতে হবে এমন নয়। তবে হ্যাঁ এমন জায়গা থেকে বাদ পড়ে যায় অর্থ অপূর্ণাঙ্গ থেকে যায় এবং অর্থের মাঝে বিকৃতি হয়ে যায় তাহলে এই কারণে সালাত ফাসেল হয়ে যেতে পারে।