মুনাফিক ও মুকরাহ _(যাকে জোর প্রয়োগ করে অন্যায় কিছু বলতে বা করতে বাধ্য করা হয়)_
দুজনের বিষয় সম্পূর্ণ আলাদা।
‘মুনাফিক‘ একান্ত নিজের পার্থিব সুযোগ-সুবিধা লাভ বা স্বার্থ চরিতার্থ করার আশায় সম্পূর্ণ নিজের ইচ্ছায় দ্বিচারিতার আশ্রয় নেয় এবং তার অন্তর দুনিয়ার মোহগ্রস্ত হয়;
আর ‘মুকরাহ‘ একান্ত নিজের জীবন বাঁচানোর জন্য/ বড়ো ধরনের কোনো ক্ষতি থেকে আত্মরক্ষার জন্য জোরজবরদস্তির শিকার হয়ে সম্পূর্ণ অনিচ্ছাসত্ত্বে নির্দিষ্ট ক্ষেত্রে দ্বিচারিতার আশ্রয় নেয় এবং তার অন্তরে ভরপুর ঈমান থাকে।
আল্লাহ তাআলা দুজনের ব্যাপারকে সম্পূর্ণ আলাদা করে বর্ণনা করেছেন।
মুনাফিকদের দ্বিচারিতা চরম অপরাধরূপে গণ্য, এ জন্য তারা দুনিয়া ও আখিরাতে চরম শাস্তির উপযোগী,
পক্ষান্তরে মুকরাহদের (একান্ত জীবন বাঁচানোর/বড়ো ধরনের ক্ষতি থেকে আত্মরক্ষার প্রয়োজনে কৃত) দ্বিচারিতা ক্ষমাযোগ্য।