মরিলে কান্দিসনা বাংলা গজল এবং লিরিক্স গেয়েছেন মাসুম বিল্লাহ
Song:- Morile Kandis na
singer: Masum Billah
Lyrics: Giash Uddin
মরিলে কান্দিস না আমার দায় রে যাদুধন
মরিলে কান্দিস না আমার দায়
মরিলে কান্দিস না আমার দায় রে যাদুধন
মরিলে কান্দিস না আমার দায়
সূরা ইয়াসিন পাঠ করিও বসিয়া কাছায়
যাইবার কালে বাঁচি যেন শয়তানের ধোঁকায় রে যাদুধন
মরিলে কান্দিস না আমার দায়
মরিলে কান্দিস না আমার দায় রে যাদুধন
মরিলে বান্ধিস না আমার দায়
বুক বান্ধিয়া কাছে রইয়া গোসল দেওয়াইবা
কান্দনের বদলে মুখে কলমা পড়িবা
রে যাদুধন, মরিলে কান্দিস না আমার দায়
মরিলে কান্দিস না আমার দায় রে যাদুধন
রে যাদুধন, মরিলে কান্দিস না আমার দায়
কাফন পিন্ধাইয়া আতর গোলাপ দিয়া গায়
তেলাওয়াতের ধ্বনি যেন ঘরে শোনা যায়
রে যাদুধন, মরিলে কান্দিস না আমার দায়
দাফন করিয়া যদি কান্দো আমার দায়
মসজিদে বসিয়া কান্দো আল্লাহরই দরগায়
রে যাদুধন, মরিলে কান্দিস না আমার দায়
কবরে জিয়ারত করিয়া দোয়া করিবা,
মাফ করিয়া দিও আল্লাহ গিয়াস পাগেলা
রে যাদুধন, মরিলে কান্দিস না আমার দায়
মরিলে কান্দিস না আমার দায়রে যাদুধন
মরিলে কান্দিস না আমার দায়