মন ভাঙ্গা মসজিদ ভাঙ্গার সমান এই কথার ভিত্তি কি

মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা সমান কথা কথাটি যদিও সঠিক না।
তবে অন্যায়ভাবে কারোর মনে ব্যাথা দেওয়া কবিরা গোনাহ।
ইসলামের নির্দেশনা হলো, আল্লাহর জন্য মানুষকে ভালোবাসতে হবে। জিহ্বা সংযত রাখতে হবে। অনর্থক কারো ওপর উদ্যত হওয়া যাবে না। মানুষকে কষ্ট দেওয়া ইসলাম সমর্থন করে না। রাসুল (সা.) বলেন, ‘সে-ই মুসলমান, যার জিহ্বা ও হাতের অনিষ্টতা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। আর যে আল্লাহর নিষিদ্ধ কাজ পরিত্যাগ করেছে সে-ই প্রকৃত মুহাজির।’
(সহিহ বুখারি, হাদিস : ১০)

লিখেছেন

আমির হামজা সিদ্দিক​

রাসুল সা: বলেছেন ,ভালো কথাও একটি সদকাহ (আল হাদিস)

লেখকের অন্যান্য সকল পোষ্ট পেতে ঘুরে আসুন

আমির হামজা সিদ্দিক

রাসুল সা: বলেছেন ,ভালো কথাও একটি সদকাহ (আল হাদিস)

Exit mobile version