গোঁফ ভিজিয়ে পানি পান কি হারাম?

পান করার সময় যদি পানি গোঁফ স্পর্শ করে তাহলে সেই পানি পান করা হারাম হয়ে যায়?
আমরা অনেকের কাছে শুনি যে পানি কোন কারনে পান করার সময় সেটি গোফে বা মোছে লেগে যায় আমাদের, তাহলে এই পানি পান করাকে কেউ কেউ হারাম বলছেন, কেউ কেউ ফতুয়া দিয়ে বলছেন এটি মাকরুহ হয়ে যাবে।

Exit mobile version