মোবাইলে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া কি জায়েজ নাকি সুদের অন্তর্ভুক্ত

সার্ভিস চার্জ হিসেবে অতিরিক্ত টাকা নেয়াটা জায়েজ হবে। যেহেতু তারা ব্যালেন্স শেষ হয়ে গেলে মেসেজ দিয়ে জানায় যে, ব্যালেন্স শেষ হলে ইমার্জেন্সী ব্যালেন্স নিতে পারবে।

সুতরাং বুঝা যায় যে, এটি তাদের একটি সার্ভিস। তাই এর চার্জ হিসেবে অতিরিক্ত এক দুই টাকা নেওয়াটা নাজায়েজ হবে না।

তবে যদি কর্তৃপক্ষ পরিস্কার বলে দেয় যে, অতিরিক্ত টাকাটা লোন দেয়া টাকার বিনিময়, তাহলে এটি সুদের আওতাধীন হবে। অন্যথায় হবে না।

الإجارة عقد على المنافع بعوض لأن الإجارة في اللغة بيع المنافع (الهداية شرح البداية، كتاب الإجارة- 3\231، المكتبة الإسلامية)
كلّ قرض جرّ نفعًا حرام، فكره للمرتهن سكنى المرهونة بإذن الراهن (رد المحتار على الدر المختار، كتاب البيوع، باب المرابحة والتويلة، مطلب كل قرض جر نفعا حرام-5\166، طيع سعيد

লিখেছেন

আমির হামজা সিদ্দিক​

রাসুল সা: বলেছেন ,ভালো কথাও একটি সদকাহ (আল হাদিস)

লেখকের অন্যান্য সকল পোষ্ট পেতে ঘুরে আসুন

আমির হামজা সিদ্দিক

রাসুল সা: বলেছেন ,ভালো কথাও একটি সদকাহ (আল হাদিস)

Exit mobile version