মেয়েদের নাভির নিচে পায়জামা পরে নামাজ পড়লে কি নামাজ হবে

অনেকে বলেন, নারীরা নাভির নিচে পাজামা পড়লে নামাজ হবে না। এটা আসলে সঠিক কি?
সালাতের সময় মহিলাদের পুরো শরীর ঢেকে রাখা নিয়ম। এমনকি পায়ের তলদেশ ঢেকে রাখার ব্যাপারে আলেমগণ মত দিয়েছেন। যদি সে নামাযের মাঝে তাড়াহুড়ো করে তবে সেটা ভিন্ন কথা। কিন্তু অধিকাংশ আলেমের মতে পা ঢেকে রাখা উচিত। যদি এটি এমন একটি পোষাক হয় যা আপনার পুরো শরীরকে ঢেকে রাখে, যেমন একটি ম্যাক্সি বা গাউন, তবে অনেকে এটি পরেন। এই ক্ষেত্রে, শরীর ঢেকে রাখা একটি বড় ব্যাপার। এখন পায়জামা কোথায় পড়ে বা উঠে, সেটা বড় কথা নয়। পায়জামার উপর লম্বা কাপড় থাকলে তার নামাজে কোন অসুবিধা হবে না।

যে বলেছে সে হয়তো ভেবেছে আপনার কাপড় ঢাকা নেই। যদি পায়জামার উপর কাপড় থাকে বা শরীর ঢাকা থাকে তাহলে আপনার সালাতে কোন সমস্যা হবে না। সেক্ষেত্রে পায়জামা নাভির নিচে পড়লে কোনো সমস্যা হবে না। কেননা ছালাতের মূল আদব হলো পুরো শরীর ঢেকে রাখা।

Exit mobile version